×

দুর্ঘটনা

কেরানীগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ এএম

কেরানীগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ছবি : সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন নয়ন (২৫) ও খাইরুল ইসলাম (৩৮) নামে দুই যুবক। এ ঘটনায় নারীসহ আরো চারজন আহত হয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নয়ন ও খাইরুলকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন, শামসুল হক (৭৮), স্বর্ণা (১৯), তারেক (২৯) এবং এক অজ্ঞাত যুবক (২৬)।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাব্বি জানান, রাতে নারিকেলবাগ এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে সবাই আহত হন। পরে স্থানীয়রা তাদের ঢামেকে নিয়ে আসেন।

নিহত নয়নের চাচাতো ভাই সজীব জানান, নয়ন মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। সৌদি প্রবাসী ছিলেন নয়ন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, কেরানীগঞ্জ থেকে আহত অবস্থায় নারী-পুরুষসহ ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন নিহত হয়েছেন, বাকি চারজন চিকিৎসাধীন।

তিনি আরো জানান, নিহত নয়নের বাড়ি কেরানীগঞ্জ থানার সোনাকান্দা গ্রামে। তার বাবার নাম আনু মিয়া। খাইরুল ইসলাম একই এলাকার মো. ইউনুসের ছেলে।

আহত বৃদ্ধ শামসুল হক কেরানীগঞ্জের কামার্তা গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। আহত স্বর্ণার বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার দিলবাড়ি গ্রামে। অন্য এক আহত যুবকের পরিচয় শনাক্ত হলেও ঠিকানা এখনো জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালমান শাহ হত্যার বিচারের দাবিতে যা বললেন ভক্তরা

সালমান শাহ হত্যার বিচারের দাবিতে যা বললেন ভক্তরা

দেশের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন : প্রধান উপদেষ্টা

দেশের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন : প্রধান উপদেষ্টা

কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের প্রধান উৎস পাবনা মানসিক হাসপাতাল

কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের প্রধান উৎস পাবনা মানসিক হাসপাতাল

হত্যাকারীকে গ্রেপ্তার না করলে জনগণই বিচার করবে, হুঁশিয়ারি সালমান শাহ ভক্তদের

হত্যাকারীকে গ্রেপ্তার না করলে জনগণই বিচার করবে, হুঁশিয়ারি সালমান শাহ ভক্তদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App