×

এশিয়া

বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০১:৫৪ পিএম

বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

বাংলাদেশকে সবসময় সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একইসঙ্গে মিয়ানমার সংকট মোকাবিলায় আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি।

মালয়েশিয়া সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইল এ তথ্য প্রকাশ করে।

আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা এবং শরণার্থী সংকট মোকাবিলা করা মালয়েশিয়ার অন্যতম অগ্রাধিকার। বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দিয়ে যে চাপ বাংলাদেশ বহন করছে, সে ক্ষেত্রে মালয়েশিয়া সবসময় বাংলাদেশের পাশে থাকবে।

আরো পড়ুন : আমরা নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা

তিনি জোর দিয়ে বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও শরণার্থী সংকটে ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেওয়া জরুরি এবং মিয়ানমার ইস্যুতে আঞ্চলিক সহযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে বলেন, বাংলাদেশি কর্তৃপক্ষ নিউইয়র্ক, কাতার ও মালয়েশিয়ায় বহুপক্ষীয় ফোরামে যেভাবে সক্রিয় ভূমিকা নিয়েছে, তা প্রশংসনীয়।

আনোয়ার আরো জানান, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডের সঙ্গে সমন্বয় করে আগামী কয়েক সপ্তাহের মধ্যে মিয়ানমার সফর করবেন। তিনি আশা করেন, এই সফরে জাতিগত সংখ্যালঘু ও মিয়ানমারের জনগণের ওপর চলমান নৃশংসতার শান্তিপূর্ণ সমাধান বের করা যাবে।

এর আগে সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে তিনি একটি ব্যবসায়িক ফোরামে যোগ দেন এবং পরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন।

বুধবার তিনি ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার (ইউকেএম) আচার্য ও নেগেরি সেমবিলান রাজা তুয়াংকু মুহরিয ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আনিসুলের বান্ধবী তৌফিকার ১১৪ ব্যাংক হিসাব ফ্রিজ

আনিসুলের বান্ধবী তৌফিকার ১১৪ ব্যাংক হিসাব ফ্রিজ

বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরীকে বহিষ্কার করলো স্কটিশ লেবার পার্টি

বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরীকে বহিষ্কার করলো স্কটিশ লেবার পার্টি

খেলাপি ঋণে পথে বসতে যাচ্ছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানও

আর্থিক খাতে হরিলুট খেলাপি ঋণে পথে বসতে যাচ্ছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানও

গাজা শান্তি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর ওপর চাপ দেবেন ট্রাম্প

গাজা শান্তি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর ওপর চাপ দেবেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App