×

আওয়ামী লীগ

আওয়ামী লীগের ভুল ছিল, স্বীকার করলেন হাছান মাহমুদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১১:২২ পিএম

আওয়ামী লীগের ভুল ছিল, স্বীকার করলেন হাছান মাহমুদ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত

   

রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগের ভুল থাকার কথা স্বীকার করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, অবশ্যই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমাদের ভুল ছিল, ভুল হয়। আমরা সেই ভুলগুলোকে স্বীকার করি এবং ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে।

রবিবার (৩ নভেম্বর) লন্ডনভিত্তিক ‘চ্যানেল এস’ টেলিভিশনে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, আজকে মানুষের মধ্যে যে হতাশা, দ্রব্যমূল্য নিয়ে, আইনশৃঙ্খলা নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, আমি আশা করব, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এই হতাশা কেটে যাবে, দেশ ভালো থাকবে। দেশে একটি স্বস্তিদায়ক পরিবেশ ফিরে আসবে। আমরা সবাই এ লক্ষ্যে একযোগে করতে চাই।

বিএনপিকে ২০১৪ সালে এবং ২০২৪ সালে নির্বাচনে আনতে না পারাকে আওয়ামী লীগের ‘ব্যর্থতা’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, বিএনপি অবশ্যই সবসময় নির্বাচন বর্জন করেছে, নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছে। তবে যেহেতু আমরা দায়িত্বে ছিলাম, আমাদের এই জায়গায় ব্যর্থতা ছিল, আমরা বিএনপিকে নির্বাচনে আনতে ব্যর্থ হয়েছি। ২০১৪ সালে এবং ২০২৪ সালে তাদেরকে নির্বাচনে আনতে না পারাটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা ছিল।

দলীয় ফোরামে এটা নিয়ে কথা হয়েছিল কি না, এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের বিভিন্ন ফোরামে এটা নিয়ে কথা হয়েছিল, দলীয় ফোরামে বিশদ আলোচনা হয়েছে তা নয়। তবে বিএনপিকে নির্বাচনে আনার বিষয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। বিএনপিকে নির্বাচনে আনা, বিএনপির কেন প্রয়োজন, সেটি নিয়ে বহু আলোচনা হয়েছে।

আরো পড়ুন: মির্জা ফখরুল-তারেক রহমানের যেসব বক্তব্যে একমত, জানালেন হাছান মাহমুদ

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App