স্ত্রীর জিম্মায় ছাড়া পেলেন সাবেক ভূমিমন্ত্রী হীরা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৮:৩৫ এএম

রেজাউল করিম হীরা। ছবি : সংগৃহীত
সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরার বিরুদ্ধে শেরপুর ও জামালপুরের কোনো থানায় মামলা না থাকায় নিজ বাড়িতে পৌঁছে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ১১টার দিকে জামালপুর শহরের কাচারীপাড়ায় তার বাসায় পৌঁছে দেয় জামালপুর সদর থানার পুলিশ। এ সময় তার স্ত্রী সালমা বেগমও সঙ্গে ছিলেন।
এর আগে, রাত সাড়ে ৮টার দিকে শেরপুর সদর থানার পুলিশ তাকে থানায় নিয়ে যায়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে হীরাকে বহনকারী পুলিশ ভ্যানের সঙ্গে সেনাবাহিনীর দুটি গাড়িও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে জমি বিক্রির একটি দলিল নিয়ে শেরপুর সাব-রেজিস্ট্রার অফিসে যান রেজাউল করিম হীরা। খবর পেয়ে স্থানীয় বিএনপি, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাকে ঘিরে ফেলেন এবং তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ হীরাকে নিজেদের হেফাজতে নেয়।
ঘটনার সময় তার স্ত্রী সালমা বেগমও তার সঙ্গে ছিলেন। তবে সাবেক মন্ত্রীর ব্যবহৃত গাড়িটি নেতাকর্মীরা সাব-রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে রেখে দেন।
আরো পড়ুন : আবারও রিমান্ডে মমতাজ বেগম
রাতে রেজাউল করিম হীরাকে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়। তদন্তে তার বিরুদ্ধে কোনো মামলা না পাওয়ায় এবং তার বার্ধক্য ও শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে তার স্ত্রীর জিম্মায় নিজ বাড়িতে পৌঁছে দেয় পুলিশ।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, সাবেক মন্ত্রীর নামে আমাদের থানাসহ শেরপুর জেলার কোথাও কোনো মামলা নেই, তাই তাকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, রেজাউল করিম হীরা বার্ধক্যজনিত রোগে ভুগছেন এবং তার স্মৃতিশক্তিও দুর্বল হয়ে গেছে। সবকিছু বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে স্ত্রী ও এক আত্মীয়ের জিম্মায় তাকে বাসায় পাঠানো হয়।