×

আওয়ামী লীগ

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ বিক্রির উদ্যোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১২:২০ পিএম

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ বিক্রির উদ্যোগ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের মালিকানাধীন সম্পদের একটি অংশ বিক্রি করা হচ্ছে। বিক্রিত অর্থের মাধ্যমে তার দেনা পরিশোধ করা হবে বলে জানা গেছে।

সোমবার (১১ আগস্ট) ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামানের ছয়টি আবাসন কোম্পানি বর্তমানে যুক্তরাজ্যের প্রশাসনিক প্রক্রিয়ার আওতায় রয়েছে। এই কোম্পানিগুলো ব্যবহার করে তার দেশটিতে বহুমূল্যবান বিভিন্ন সম্পদ পরিচালিত হতো।

বাংলাদেশি কর্তৃপক্ষ অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করার পর যুক্তরাজ্যে তার সম্পদসমূহের বিষয়টি সামনে আসে। সাইফুজ্জামানের নামে যুক্তরাজ্যে তিন শতাধিক বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট রয়েছে, যার মোট মূল্য ১৭ কোটি পাউন্ডের বেশি। অভিযোগ রয়েছে, তিনি ব্রিটেনে অর্থ পাচার করে এসব সম্পদ অর্জন করেছেন।

আরো পড়ুন : শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহ মামলা

গত জুনে বাংলাদেশের অনুরোধে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) তার বেশ কিছু সম্পদ জব্দ করে। এর মধ্যে রয়েছে নর্থ লন্ডনের সেন্ট জনস উড এলাকায় ১১ মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল বাড়ি এবং সেন্ট্রাল লন্ডনের ফিটসরোভিয়া অঞ্চলে বহু ফ্ল্যাট।

যুক্তরাজ্যের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গ্র্যান্ট থর্নটনের প্রশাসকেরা সাইফুজ্জামানের এসব সম্পদ বিক্রির দায়িত্ব পেয়েছেন। এই সম্পদগুলো লন্ডন ও ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন আবাসিক ভবনে অবস্থিত। বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ঋণদাতাদের দেনা পরিশোধে ব্যবহৃত হবে। এর মধ্যে রয়েছে সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক ও ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংক।

যুক্তরাজ্যের কোম্পানিজ হাউসে জমা হওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকও সাইফুজ্জামান থেকে প্রায় ৩৫ কোটি ডলার সমপরিমাণ অর্থ ফেরত দাবি করেছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) দেশ-বিদেশে থাকা আওয়ামী লীগ নেতাদের অবৈধ সম্পদের অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যার অংশ হিসেবে সাইফুজ্জামানের সম্পদের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসিনার আইনজীবী হতে জেড আই খান পান্নার আবেদন, ট্রাইব্যুনালের ‘না’

হাসিনার আইনজীবী হতে জেড আই খান পান্নার আবেদন, ট্রাইব্যুনালের ‘না’

সারার জন্মদিনে বিশেষ বার্তা দিলেন কারিনা কাপুর

সারার জন্মদিনে বিশেষ বার্তা দিলেন কারিনা কাপুর

দুর্বল ব্যাংক একীভূতকরণ : আমানতকারীদের সুরক্ষার আশ্বাস দিলেন গভর্নর

দুর্বল ব্যাংক একীভূতকরণ : আমানতকারীদের সুরক্ষার আশ্বাস দিলেন গভর্নর

বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App