কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা

মোহসীন মোল্লা, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:৫৬ পিএম

ছবি: ভোরের কাগজ
বরিশাল জেলার বাকেরগঞ্জে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
জানা যায়, উপজেলার কবাই ইউনিয়নের হানুয়া গ্রামের পাশে পান্ডব নদীর তীর থেকে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করছে একটি অসাধু মাটি চক্র। এমন সংবাদের প্রেক্ষিতে বুধবার (১৫ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ বাকেরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার অপরাধে রিপন মিয়া (৪৫) নামক এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ বলেন, কৃষি জমি থেকে মাটি কাটা অপরাধ। কৃষি জমি বিনষ্ট করা যাবে না। যারা অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আরো পড়ুন: সিংগাইরে ঝাড়ুদারের পারিশ্রমিক খাদ্য নিয়ন্ত্রকের পকেটে!