×

বিএনপি

সংখ্যালঘুদের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় জহির উদ্দিন স্বপনের আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৭:৪৬ পিএম

সংখ্যালঘুদের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় জহির উদ্দিন স্বপনের আহ্বান

ছবি: ভোরের কাগজ

   

কারাগার থেকে মুক্ত হয়েই নিজ নির্বাচনী এলাকা বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক এমপি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন তার নির্বাচনী এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্ত হয়েই তিনি গণমাধ্যমকে এ কথা জানান।

এসময় বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় প্রশাসনকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনসহ এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গৌরনদী ও আগৈলঝাড়া থানার ওসিদের সঙ্গে টেলিফোন করে পরামর্শ দিয়েছেন তিনি। দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বানও এসেছে তার পক্ষ থেকে।  

আরো পড়ুন: মুক্তি পেলেন খালেদা জিয়া

জহির উদ্দিন স্বপন বলেন, ক্ষমতা পরিবর্তনের এমন ক্রান্তিলগ্নে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, ধর্মীয় উপসনালয়, মন্দির ও ব্যবসা-প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষিত রাখতে হবে। অগ্নিসংযোগ ও লুটপাটের মত ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনকে কঠোর হতে হবে। কারাগারে থাকা অবস্থায় যেসব অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতিও দেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার অভূতপূর্ব প্রাণহানি, ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে বৈষম্যহীন, ন্যায়বিচার ও সুশাসিত রাষ্ট্র বিনির্মাণের যে শুভক্ষণ আমাদের সামনে উপস্থিত হয়েছে, এ জাতীয় স্বার্থান্ধ ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড তা নস্যাৎ, ভূলুণ্ঠিত ও প্রশ্নবিদ্ধ করার জন্য যথেষ্ট বলে তিনি মনে করেন। ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App