নয়াপল্টনে বিএনপির ৩ অঙ্গসংগঠনের ‘তারুণ্যের সমাবেশ’ আজ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১০:৩০ এএম

প্রায় ১৫ লাখ তরুণ-তরুণী এই সমাবেশে অংশ নেবেন। ছবি : সংগৃহীত
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার (২৮ মে) দুপুরে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ করবে বিএনপির তিন অঙ্গসংগঠন—জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। দেশের চারটি বিভাগ থেকে আগত বিপুলসংখ্যক তরুণদের অংশগ্রহণে সমাবেশটির আয়োজন করেছে তারা।
নির্বাচনকালীন সরকার, গণতন্ত্র পুনরুদ্ধার ও যুবসমাজের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ইস্যুগুলো এই সমাবেশের মূল প্রতিপাদ্য বলে জানিয়েছে আয়োজকরা।
আয়োজকদের আশা, ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ অঞ্চল থেকে আসা প্রায় ১৫ লাখ তরুণ-তরুণী এই সমাবেশে অংশ নেবেন। ঢাকায় বিএনপির অঙ্গসংগঠনগুলোর আয়োজিত এখন পর্যন্ত সবচেয়ে বড় জমায়েত হবে এটি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আরো পড়ুন : কারামুক্ত হলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম
সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আয়োজকরা। গত সোমবার (২৬ মে) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, আমরা চট্টগ্রামে তারুণ্যের মিলনমেলা দেখেছি, খুলনা ও বগুড়ায়ও আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। এবার ঢাকায় আমরা সব রেকর্ড ভেঙে ১৫ লাখ তরুণ-তরুণীর উপস্থিতির প্রত্যাশা করছি।
তরুণদের রাজনীতিতে সক্রিয় করতে গত মে মাসজুড়ে দেশব্যাপী ‘তারুণ্যের কর্মসূচি’ হাতে নেয় বিএনপির এই তিন সংগঠন। কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় আগে থেকেই সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজকের নয়াপল্টনের সমাবেশ এই ধারাবাহিকতার চূড়ান্ত পর্ব।