×

বিএনপি

২০০ আসনে বিএনপি’র প্রার্থী চূড়ান্ত, নভেম্বরে পুরো তালিকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১১:০০ এএম

২০০ আসনে বিএনপি’র প্রার্থী চূড়ান্ত, নভেম্বরে পুরো তালিকা

নভেম্বরে ৩০০ আসনেই বিএনপি ও এর জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে। ছবি : সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। চলতি মাসের মধ্যেই এসব আসনে অনানুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।

বাকি আসনগুলোর একটি অংশ সমমনা ও জোট শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে, আর বাকিগুলোতে প্রার্থী নির্ধারণ প্রক্রিয়া এখনও চলমান।

সূত্র জানায়, নভেম্বরে ৩০০ আসনেই বিএনপি ও এর জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে। নির্বাচনী তফসিল ঘোষণার পর দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মাসের মধ্যেই প্রার্থীদের নির্বাচনী গ্রিন সিগন্যাল দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গত সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

স্থায়ী কমিটির বৈঠকে নেতারা জানান, দেশের প্রায় প্রতিটি আসনে একাধিক প্রার্থী রয়েছেন, কিছু আসনে ১৫ থেকে ২০ জন পর্যন্ত। সেখান থেকে যারা জনগণের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত, পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী এবং তরুণ, তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রায় চার কোটি ভোটারের মানসিকতা বিবেচনায় এই কৌশল গ্রহণ করা হয়েছে। এ প্রক্রিয়ায় কিছু সিনিয়র নেতা বাদ পড়তেও পারেন, তবে কোনো ধরনের কোন্দল যেন না সৃষ্টি হয় সে বিষয়ে বৈঠকে সবাই একমত হন।

আরো পড়ুন : নির্বাচন-গণভোট একসঙ্গে আয়োজনের প্রস্তাব বিএনপির

সূত্র জানায়, মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি বৈঠক করেছেন তারেক রহমান। তিনি মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে নেতাদের নির্দেশ দিয়েছেন। নির্বাচনী প্রচার চালিয়ে যাওয়ার বিষয়ে প্রার্থীদের অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। ইতোমধ্যে বিএনপি সারা দেশে পাঁচ দফা জরিপ সম্পন্ন করেছে, যার মাধ্যমে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ডে এই জরিপ পরিচালনা করা হয়েছে এবং এর তদারকি করছেন তারেক রহমান নিজে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রার্থী চূড়ান্ত হয়নি, তবে প্রক্রিয়া চলছে। চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে, নাকি শুধু প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে তা পরিস্থিতির ওপর নির্ভর করবে।

অন্যদিকে, যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনাদের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা শুরু করেছে বিএনপি। চলতি মাসেই জোটের সঙ্গে সমঝোতা চূড়ান্ত করতে চায় দলটি। সেপ্টেম্বর মাসে সমমনাদের কাছে সম্ভাব্য প্রার্থী তালিকা চাওয়া হয়, এবং অধিকাংশ দলই তালিকা জমা দিয়েছে। বিএনপি এখন এসব তালিকা বিশ্লেষণ করে শরিকদের সঙ্গে আলোচনায় বসছে। সাম্প্রতিক বৈঠকে ৫০টি আসন সমমনাদের ছাড়ার প্রস্তাব নিয়ে আলোচনা হলেও, আসন বণ্টনের চূড়ান্ত সংখ্যা নির্ধারিত হবে পরবর্তী দর–কষাকষিতে।

স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি কতটি আসন ছাড়বে, সেটা এখনো আলোচনার বিষয়। প্রায় প্রতিটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী আছে, অনেক আসনে ১০ থেকে ১২ জন পর্যন্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালমান শাহ হত্যার বিচারের দাবিতে যা বললেন ভক্তরা

সালমান শাহ হত্যার বিচারের দাবিতে যা বললেন ভক্তরা

দেশের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন : প্রধান উপদেষ্টা

দেশের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন : প্রধান উপদেষ্টা

কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের প্রধান উৎস পাবনা মানসিক হাসপাতাল

কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের প্রধান উৎস পাবনা মানসিক হাসপাতাল

হত্যাকারীকে গ্রেপ্তার না করলে জনগণই বিচার করবে, হুঁশিয়ারি সালমান শাহ ভক্তদের

হত্যাকারীকে গ্রেপ্তার না করলে জনগণই বিচার করবে, হুঁশিয়ারি সালমান শাহ ভক্তদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App