×

বিএনপি

এভারকেয়ারে নেতা-কর্মীদের ভিড়, নিরাপত্তা জোরদার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ পিএম

এভারকেয়ারে নেতা-কর্মীদের ভিড়, নিরাপত্তা জোরদার

ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে জড়ো হচ্ছেন। এ কারণে হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত সোমবারের তুলনায় আরো বেশি পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল নয়টার দিকে কয়েকজন নেতা–কর্মী হাসপাতালের সামনে আসা শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সংখ্যা বাড়তে থাকে। হাসপাতালের সামনের সড়কে নিরাপত্তা ব্যারিকেড বসানো হয়েছে এবং পুলিশ ও র‍্যাব সদস্যরা যাতায়াত নিয়ন্ত্রণে থাকেন।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা সহকারী পুলিশ কমিশনার মনিরুল ইসলাম জানান, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ৫০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

হাসপাতালের সামনে থাকা নেতা–কর্মীরা বলেন, যদিও খালেদা জিয়াকে সরাসরি দেখার সুযোগ নেই, তবুও তারা তার জন্য দোয়া করতে এবং শারীরিক অবস্থা খোঁজ নিতে এখানে এসেছেন।

বরিশালের উজিরপুর থেকে আসা নজরুল ইসলাম বলেন, দেখতে পাব না, তবুও আসলাম। ছোটবেলা থেকেই খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা আছে। তিনি সুস্থ হবেন—এটাই প্রত্যাশা।

উত্তরা থেকে আসা বিএনপি নেতা সোহেলী পারভিন শিখা বলেন, গতকাল থেকে ম্যাডামের স্বাস্থ্যের কোনো খবর না পেয়ে কিছুটা উদ্বিগ্ন হয়ে এখানে এসেছি। লক্ষ্য হলো তার খোঁজ নেওয়া।

গত ১০ দিন ধরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়েছে এবং ভেন্টিলেশনে চিকিৎসা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এভারকেয়ারে নেতা-কর্মীদের ভিড়, নিরাপত্তা জোরদার

এভারকেয়ারে নেতা-কর্মীদের ভিড়, নিরাপত্তা জোরদার

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কী, জানালেন ডা. জাহিদ

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কী, জানালেন ডা. জাহিদ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

যমুনা ফিউচার পার্কের মোবাইল মার্কেট বন্ধ ঘোষণা

যমুনা ফিউচার পার্কের মোবাইল মার্কেট বন্ধ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App