×

বিএনপি

ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:০১ পিএম

ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশি জনগণ ধর্মভীরু হলেও ধর্মের নামে রাষ্ট্রকে বিভাজনের পথে ঠেলে দেওয়ার কোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। দেশে একটি গোষ্ঠী এমন বিভাজনের পরিবেশ তৈরি করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক দলীয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, ১৫ বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু সেই পথেও নানা বাধা সৃষ্টি করা হচ্ছে। বিএনপির বিরুদ্ধে নানামুখী অপপ্রচার চালানো হচ্ছে এবং সাইবারওয়ারের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ বিষয়ে দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, একমাত্র বিএনপিই দেশকে এগিয়ে নিতে সক্ষম।

আরো পড়ুন : খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার

আওয়ামী লীগ সরকারের সময় ক্ষতিগ্রস্ত বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নতুন করে পুনর্গঠনের প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তরুণ সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। তারা সর্বক্ষেত্রে পরিবর্তন চায়। নতুন বাংলাদেশের ধারণা তাদের মধ্যে শক্তভাবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রচলিত ধাঁচের রাষ্ট্রকাঠামো এখন আর উপযোগী নয়—এমন দাবি জানিয়ে তিনি বলেন, বিএনপিকেও নতুন চিন্তা ও পরিকল্পনার আলোকে প্রস্তুত করতে হবে।

খালেদা জিয়ার চলমান অসুস্থতা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, তার উন্নত চিকিৎসার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারেক রহমান ব্যক্তিগতভাবে পুরো চিকিৎসা প্রক্রিয়া তদারকি করছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা দিচ্ছেন জানিয়ে তিনি বলেন, অসংখ্য মানুষের প্রার্থনা নিশ্চয়ই ফলপ্রসূ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের প্রথম কার্বন নিউট্রাল সাসটেইনেবিলিটি কনফারেন্স আয়োজন

দেশের প্রথম কার্বন নিউট্রাল সাসটেইনেবিলিটি কনফারেন্স আয়োজন

এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি, ৯ ডিসেম্বর পর্যন্ত অবরোধ স্থগিত

এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি, ৯ ডিসেম্বর পর্যন্ত অবরোধ স্থগিত

মোবাইল ফোন সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে : টুকু

ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৫ উদ্বোধন মোবাইল ফোন সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে : টুকু

ব্যাংকে বিত্তশালীদের হিসাব ১ লাখ ২৮ হাজার

ব্যাংকে বিত্তশালীদের হিসাব ১ লাখ ২৮ হাজার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App