×

বিএনপি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশেই চলবে চিকিৎসা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশেই চলবে চিকিৎসা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

দীর্ঘ দুই সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ২৭ নভেম্বর অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। এখনো তার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় সিসিইউতেই রাখা হয়েছে।

দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। এ ছাড়া তার চিকিৎসার সার্বিক তদারকি করছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। তিনি প্রতিদিনই হাসপাতালে যাতায়াত করছেন শাশুড়ির দেখভালের জন্য।

বিএনপির চিকিৎসক দল জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে। নিয়মিত তার কিডনি ডায়ালাইসিস চলছে। পাশাপাশি ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও লিভারজনিত পুরোনো সমস্যাগুলোও একই অবস্থায় আছে।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, ম্যাডামের অবস্থা আগের মতোই রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক চিকিৎসক জানান, বলার মতো উন্নতি নেই। আগের মতোই চিকিৎসা চলছে। সবাই দোয়া করুন, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন।

চিকিৎসকদের মূল্যায়নে তার বর্তমান শারীরিক অবস্থা ফ্লাই করার মতো উপযুক্ত নয়। তাই আপাতত তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। অবস্থার উন্নতি হলে ভবিষ্যতে লন্ডনে নেওয়ার বিষয়ে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে।

আরো পড়ুন : আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

এ বি এম আব্দুস সাত্তার জানান, উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার যে সিদ্ধান্ত ছিল, তা আপাতত হচ্ছে না। দেশে চিকিৎসা চলবে। নতুন সিদ্ধান্ত হলে জানানো হবে।

মেডিকেল বোর্ডের এক সদস্য বলেন, সার্বিক বিবেচনায় তার অবস্থা বিদেশে নেওয়ার মতো নয়। এ কারণে তিন দফায় লন্ডনে নেওয়ার তারিখ পেছাতে হয়েছে। এখন আপাতত বিদেশে চিকিৎসার সিদ্ধান্ত থেকেও সরে আসতে হয়েছে বোর্ডকে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার স্থিতি অপরিবর্তিত থাকায় আপাতত দেশে থেকেই চিকিৎসা অব্যাহত থাকবে বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচনের তফসিল কাল বা পরশু, ব্যালটে থাকছে না স্থগিত দলের প্রতীক

নির্বাচনের তফসিল কাল বা পরশু, ব্যালটে থাকছে না স্থগিত দলের প্রতীক

মার্চে চলবে পাবনা-ঢাকা ট্রেন : বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন 

মার্চে চলবে পাবনা-ঢাকা ট্রেন : বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন 

আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল!

আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল!

রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান

প্রধান উপদেষ্টা রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App