×

বলিউড

যে কারণে সালমানের পরিবার গণেশ পূজা করে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

যে কারণে সালমানের পরিবার গণেশ পূজা করে

ছবি : সংগৃহীত

কাজের ব্যস্ততা যতই থাকুক, গণেশ চতুর্থীর আয়োজন বাদ দেন না ভারতের জনপ্রিয় অভিনেতা সালমান খান। নিজের বাড়ি হোক কিংবা বোনের বাসা সবখানেই এই উৎসবে তিনি ও তাঁর পরিবার অংশ নেন উৎসাহের সঙ্গে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এ বছরও তার ব্যতিক্রম হয়নি। বাবা চিত্রনাট্যকার সেলিম খান ও মা সালমা খানকে নিয়ে গণেশ পূজার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সালমান।

মুসলিম পরিবার হয়েও কেন খানের বাড়িতে গণেশ মূর্তি রাখা হয় এবং গণেশ চতুর্থী পালিত হয়, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সেলিম খান। তিনি জানান, তাঁর বাবার আমল থেকেই এই পূজা তাদের ঘরে হয়ে আসছে।

সেলিম বলেন, আমরা ইন্দওরের একটি হিন্দু অধ্যুষিত এলাকায় বড় হয়েছি। সেখানে হিন্দু-মুসলিম বলে আলাদা কিছু ছিল না। সম্প্রীতির বন্ধনে সবাই একসঙ্গে বসবাস করত। পরিবারগুলোর মধ্যে নিয়মিত খাবার আদান-প্রদান হতো।

তিনি আরো বলেন, হিন্দু-মুসলিমের কোনও বিভাজন ছিল না। আমি সব সময় হিন্দুদের মধ্যেই বড় হয়েছি।

আরো পড়ুন : বাপ্পি লাহিড়ির বিপুল স্বর্ণ পেলো কারা, কোথায় গেলো এত টাকার সম্পত্তি?

হিন্দু পরিবারের মেয়ে সুশীলা চরককে বিয়ে করেন সেলিম খান, পরে যিনি সালমা খান নামে পরিচিত হন। তবে গণেশ পূজা শুরু করার সঙ্গে এই বিয়ের কোনো সম্পর্ক নেই বলেও পরিষ্কার করে জানান সেলিম। তাঁর ভাষায়, বিয়ের পর থেকেই গণেশ পূজা করছি, বিষয়টা এমন নয়। ভিন্ন ধর্মে বিয়ে নিয়েও আমাদের পরিবারের কোনো সমস্যা হয়নি। স্ত্রীর পরিবারেরও আপত্তি ছিল না। কেবল এক দূর আত্মীয় সামান্য আপত্তি তুলেছিলেন আমার ধর্ম নিয়ে।

শৈশবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্কুলজীবনে তাঁর তিনজন মুসলিম সহপাঠী ছিল, কিন্তু ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়েছিল হিন্দু সহপাঠীদের সঙ্গেই। মিলেমিশে থাকার সেই মানসিকতাই আজও পরিবারে ধরে রেখেছেন, যা সালমানের মধ্যেও বিদ্যমান।

উল্লেখ্য, শুধু সালমান নন, বলিউডের আরেক তারকা শাহরুখ খানের বাড়িতেও গণেশ মূর্তি রাখা হয়। তাঁর পরিবারও নিয়মিত গণেশ চতুর্থী উদযাপন করে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৮০০, আহত ২০০০

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৮০০, আহত ২০০০

ভোটের সব ধরনের প্রস্তুতি চলছে: প্রধান নির্বাচন কমিশনার

ভোটের সব ধরনের প্রস্তুতি চলছে: প্রধান নির্বাচন কমিশনার

প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের তথ্য জানা নেই: আইন উপদেষ্টা

প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের তথ্য জানা নেই: আইন উপদেষ্টা

ইউনিসেক্স সেলুন কোর্স এখন লুক ইনস্টিটিউটে

ইউনিসেক্স সেলুন কোর্স এখন লুক ইনস্টিটিউটে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App