×

বলিউড

রণবীরকে নিয়ে যে মন্তব্য করলেন অনুরাগ কাশ্যপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম

রণবীরকে নিয়ে যে মন্তব্য করলেন অনুরাগ কাশ্যপ

রণবীর কপূর এবং অনুরাগ কাশ্যপ। ছবি : সংগৃহীত

২০১৩ সালে অনুরাগ কাশ্যপ পরিচালিত বম্বে ভেলভেট ছবিতে অভিনয় করেছিলেন রণবীর কপূর। তবে বক্স অফিসে ছবিটি তেমন সাফল্য পায়নি। সম্প্রতি নিজের নতুন ছবি নিশানচী-এর প্রচারে এসে এ নিয়ে মুখ খোলেন অনুরাগ। বিশেষ করে রণবীরের কাজের প্রতি নিষ্ঠা ও একাগ্রতা নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি।

রণবীরের প্রসঙ্গে অনুরাগ বলেন, ওঁর একাগ্রতা প্রবল। এটা এমন একটা দিক, যার প্রতি আমি নিজেকে দায়বদ্ধ মনে করি। এখন খুব একটা পরীক্ষানিরীক্ষা করে না। (অ্যানিম্যাল ছবি) ওঁর পরীক্ষানিরীক্ষার অংশ… রণবীর তাঁর পরিচালককে পুরোপুরি বিশ্বাস করে। একবার সেই বিশ্বাস তৈরি হলে নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেয়। কিন্তু একটা সময় ছিল, যখন ও নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল।

আরো পড়ুন : যে কারণে সালমানের পরিবার গণেশ পূজা করে

পরিচালক জানান, এক সময়ে রণবীরের টানা তিনটি ছবি বক্স অফিসে ব্যর্থ হয়। তিনি বলেন, পরপর তিনটি ছবি, আমার ছবি, তার পর আমার ভাই অভিনব কাশ্যপের বেশরম, আর অনুরাগ বসুর জগ্গা জাসুস মুখ থুবড়ে পড়ে। এরপরই রণবীর পরীক্ষামূলক চরিত্র করা বন্ধ করে দেয়। তবে ওঁর নিষ্ঠা নিয়ে কোনো সন্দেহ নেই। পরিচালকের ভুল হলেও ওর ভুল থাকে না। সকলে ভালো ছবি তৈরির জন্য একত্র হন, কিন্তু তারপরও অনেক পরিচালক খারাপ ছবি তৈরি করেন।

রণবীরকে সর্বশেষ দেখা গেছে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত অ্যানিম্যাল ছবিতে, যা তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট। বিশ্বজুড়ে ছবিটি আয় করেছে প্রায় ৮০০ কোটি টাকা। শিগগিরই রণবীরকে দেখা যাবে নীতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ ছবিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চাকরির সুযোগ, নেবে ৪৭০ জন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চাকরির সুযোগ, নেবে ৪৭০ জন

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

লিভারের ৭৫ শতাংশই নষ্ট, তবুও অভিনয়-সঞ্চালনায় অবিচল অমিতাভ বচ্চন

লিভারের ৭৫ শতাংশই নষ্ট, তবুও অভিনয়-সঞ্চালনায় অবিচল অমিতাভ বচ্চন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App