শুটিংয়ে গুরুতর আহত শ্রদ্ধা কাপুর
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর শুটিংয়ের সময় গুরুতরভাবে আহত হয়েছেন। ‘ঈথা’ সিনেমার নাচের দৃশ্যধারণের সময় বাম পায়ে মারাত্মক চোট পান তিনি। শনিবার (২২ নভেম্বর) সকালে মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ নারায়ণগাঁওকরের বায়োপিক ‘ঈথা’-র শুটিং চলাকালে দুর্ঘটনাটি ঘটে।
ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ওই দিন লাভনি নৃত্যের দ্রুতলয় দৃশ্যের শুটিং চলছিল। ভারী শাড়ি ও গয়নাসহ প্রায় ১৫ কেজি ওজন বহন করে নাচছিলেন শ্রদ্ধা। নাচের এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে তার কোমরবন্ধনী মাটিতে পড়ে যায়। সেটিতে পা পড়ে তিনি বেকায়দায় পড়ে গুরুতর আহত হন।
আরো পড়ুন : অবশেষে অস্কার পেলেন টম ক্রুজ
দুর্ঘটনার পরপরই পরিচালক ও প্রযোজক দুই সপ্তাহের জন্য শুটিং বন্ধের ঘোষণা দেন। তবে প্রযোজকের আর্থিক ক্ষতি এড়াতে শ্রদ্ধা নিজেই ‘ক্লোজ শট’ নেওয়ার অনুরোধ জানান। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তিনি শুটিংয়ে ফিরলেও কিছুক্ষণের মধ্যেই পায়ের ব্যথা বেড়ে যায়। ফলে ইউনিট বাধ্য হয়ে পুরো শুটিং বন্ধ করে দেয় এবং তাকে বিশ্রামের পরামর্শ দেয়।
চিকিৎসকরা শ্রদ্ধাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছেন এবং আহত পা নিয়ে নাচের অনুশীলন থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই আবার শুরু হবে ‘ঈথা’ সিনেমার বাকি শুটিং।
