×

ক্যাম্পাস

ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে ইউল্যাবের শিক্ষার্থীদের প্রতিবাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৮:৫৯ এএম

ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে ইউল্যাবের শিক্ষার্থীদের প্রতিবাদ

কোনো মুসলিম রাষ্ট্র কার্যত তাদের সাহায্যে এগিয়ে আসছে না। ছবি : ভোরের কাগজ

   

ফিলিস্তিনে চলমান মানবিক সংকট ও গণহত্যার বিরুদ্ধে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর শিক্ষার্থীরা প্রতিবাদ সভা করেছে। রবিবার (২৭ অক্টোবর) প্রতিবাদ সভার পাশাপাশি একটি র‍্যালির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শুরু হওয়া এই প্রতিবাদ সভায় শিক্ষক ও শিক্ষার্থীরা ফিলিস্তিনের ওপর চলমান নির্মম নির্যাতন ও মানবাধিকারের লঙ্ঘন সম্পর্কে তাদের বক্তব্য তুলে ধরেন।

বক্তারা বলেন, ফিলিস্তিনে প্রতিদিন সাধারণ মানুষ এবং শিশুদের হত্যার ঘটনা ঘটছে। সেখানে বসবাসরত মানুষজন ক্ষুধার্ত অবস্থায় বেঁচে আছেন। তাদের মাথার ওপর ছাউনি নেই, তারা সবসময় মৃত্যুর আতঙ্কে দিন কাটাচ্ছেন।

শিক্ষক ও শিক্ষার্থীরা একমত হয়ে বলেন, কষ্টের বিষয় হলো এ পরিস্থিতিতে কোনো মুসলিম রাষ্ট্র কার্যত তাদের সাহায্যে এগিয়ে আসছে না। পশ্চিমা দেশগুলো যারা মানবাধিকারের কথা বলে, ফিলিস্তিনের জন্য তাদের সমর্থন প্রকাশ করছে না। বরং তারা অস্ত্র ও অর্থের মাধ্যমে ইসরায়েলি বাহিনীকে সাহায্য করছে, যা মানবতার জন্য খুবই দুঃখজনক।

ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন জানিয়ে গণহত্যা বন্ধের আহ্বান জানানো হয় প্রতিবাদ সভায়। এছাড়াও, ইসরায়েলের প্রতি তাদের তীব্র নিন্দা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করা হয়। ইউল্যাবের ছাত্র-শিক্ষকদের আয়োজিত এই প্রতিবাদ সভা ছিল মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। র‍্যালির মাধ্যমে তারা বিশ্ববিবেকের কাছে এই দাবি তুলে ধরেন, যুদ্ধ নয় শান্তি। ফিলিস্তিনে গণহত্যাসহ সকল মানবতাবিরোধী কর্মকাণ্ড অনতিবিলম্বে বন্ধ করা হোক, এই বার্তা দেয়া হয় প্রতিবাদ সভা থেকে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। চলমান এই বর্বর হামলায় উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪২ হাজার ৯০০ ছাড়িয়ে গেছে।

আরো পড়ুন: ইসরায়েলে পাল্টা হামলায় 'সব ধরনের অস্ত্র' ব্যবহার করা হবে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App