×

ক্যাম্পাস

জাকসু নির্বাচন

শিবির সভাপতির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ছাত্রদলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ পিএম

শিবির সভাপতির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ছাত্রদলের

৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান জাকসু নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সভাপতি মুহিবুর রহমান নির্বাচন চলাকালে একটি হলে কক্ষে অবস্থান করেছেন বলে দাবি করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ জমা দেয় ছাত্রদল।

অভিযোগে বলা হয়, ভোর ৬টার কিছু পর মুহিবুর রহমান গেস্টরুমে যাওয়ার কথা বলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে প্রবেশ করেন। পরে তিনি একটি কক্ষে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন এবং পরে বের হয়ে যান।

এ ঘটনায় ছাত্রদল মনে করছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে পক্ষপাতিত্ব করছে কি না তা খতিয়ে দেখা জরুরি। এ বিষয়ে কাজী নজরুল ইসলাম হলের রিটার্নিং কর্মকর্তা মীর ফেরদৌসকে অবহিত করা হয়েছে। তবে রিটার্নিং কর্মকর্তা বা শিবিরের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরো পড়ুন : জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

এদিন ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটাভুটি। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে নারী শিক্ষার্থী ৫ হাজার ৭২৮ জন এবং পুরুষ শিক্ষার্থী ৬ হাজার ১৫ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি ২১টি হল সংসদের ৩১৫টি পদে লড়ছেন ৪৭৭ জন প্রার্থী।

কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক পদে ৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি

আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি

জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদলের

জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদলের

বিশেষ ফ্লাইটে নেপাল থেকে রওনা হয়েছে জাতীয় ফুটবল দল

বিশেষ ফ্লাইটে নেপাল থেকে রওনা হয়েছে জাতীয় ফুটবল দল

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট-অধ্যাদেশসহ চার উপায়ের প্রস্তাব

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট-অধ্যাদেশসহ চার উপায়ের প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App