পূর্বাচলে নির্মাণ হবে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ১০:০৭ পিএম

পূর্বাচল নির্মাণ করা হবে আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার। এজন্য বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট (আইএবি) এর মাধ্যমে একটি উন্মুক্ত (ডিজাইন) প্রতিযোগিতা আয়োজনের সমঝোতা স্বাক্ষর করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। সোমবার দুপুর ২টায় রাজউক সভাকক্ষে এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
পূর্বাচলের ১ নম্বর সেক্টরের ১০২ নম্বর সড়কের পাশে ৮ দশমিক ৪৭ একর আয়তনের ৪৪ এ নম্বর প্লটে সব প্রকার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত কনভেনশন সেন্টার নির্মাণ করবে রাজউক। সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষর করেন রাজউক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা ও বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের সভাপতি স্থপতি অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ।
এসময় রাজউক চেয়ারম্যান বলেন, রাজধানীর পূর্বাচলে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার নির্মাণ করা হবে। এই সেন্টার নির্মাণে পেশাদারী প্রতিষ্ঠান স্থপতি ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা স্বাক্ষর সম্পন্ন করা হলো। আমি বিশ্বাস করি এটি আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার হবে।
তিনি বলেন, ঢাকায় সরকারি কয়েকটা আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার রয়েছে। উন্নয়নশীল দেশের মানদণ্ডে আরো কয়েকটা কনভেনশন সেন্টার হওয়া উচিত। সেই দিক বিবেচনা করে আমাদের এমন উদ্যোগ। পূর্বাচল প্রকল্পের ১ নম্বর সেক্টরে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত রেখে কনভেনশন সেন্টার নির্মাণ করা হবে। সাধারণভাবে টেন্ডারে দিয়ে কাজ শুরু করলে শুরুতেই আমরা নিজের মন মতো কনভেনশন বানাতে বাধাগ্রস্ত হতে পারতাম।
রাজউক চেয়ারম্যান বলেন, ঠিকাদার তার চিন্তা অনুযায়ী ডিজাইন করবে। যেটি হয়তো আমাদের লক্ষ্যপূরণে সহায়ক হতো না। তাই আমরা আগে ডিজাইনের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করলাম। এই প্রতিযোগিতায় আন্তর্জাতিক মান বজায় রাখা হবে। এর মাধ্যমে যুগের চাহিদা অনুযায়ী ২০৪০ সালের উন্নত বাংলাদেশের বার্তা বহন করে এমন ডিজাইন নির্বাচন করে কাজ করতে পারব।
এসময় আরো উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দিন, সদস্য (উন্নয়ন) মেজর (অব.) ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমদ চৌধুরী, নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম, স্থপতি ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খানসহ সংগঠনটির নেতারা।