×

রাজধানী

রমজান উপলক্ষে কাফরুল থানা এলাকার মতবিনিময় সভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৪:৩০ পিএম

রমজান উপলক্ষে কাফরুল থানা এলাকার মতবিনিময় সভা

ছবি: সংগৃহীত

   

পবিত্র মাহে রমজান উপলক্ষে কাফরুল থানা এলাকার ব্যাংক, বিপণি বিতান, শপিং মলসমূহে নিরাপত্তা, ভেজাল খাদ্যদ্রব্য, দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইব্রাহিমপুর সিটি পার্ক চাইনিজ রেস্টুরেন্টে এ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

কাফরুল থানার অফিসার ইনচার্জ ফারুকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতি. উপ পুলিশ কমিশনার (মিরপুর জোন) মাসুক মিয়া (পিপিএম)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার (মিরপুর জোন) হাসান মুহাম্মদ মুহতারিম -পিপিএম সেবা, সহকারী পুলিশ কমিশনার (পল্লবী ট্রাফিক  জোন) গোর্কি  চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল পল্লবী জোন) মনিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের  সভাপতি  গাজী মেজবাউল হোসেন সাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এর প্রতিনিধি, ব্যবসায়িক প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।

প্রধান অতিথি এডিসি মিরপুর জোন তার বক্তব্য বলেন, ‘রমজান মাসে মিরপুরবাসীর নিরাপত্তার জন্য মিরপুর ডিভিশিনের পক্ষ বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে সার্বক্ষণিক চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। ব্যাংকের গ্রাহকদের জন্য মানিস্কর্ট এর ব্যবস্থা রাখা হয়েছে। শপিং মল, বিপনীবিতানগুলোতে মানুষ যাতে নির্বিঘ্নে, নিরাপদে শপিং করতে পারে সে জন্য পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।

এছাড়া সকল মার্কেট, বিপণী বিতানের অগ্নি নির্বাপণ ব্যবস্থা সক্রিয় করার জন্য অনুরোধ জানানো হয়। সকল কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মূল্য তালিকা প্রদর্শন করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান। এছাড়াও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ট্রাফিক বিভাগের সাথে ক্রাইম ডিভিশন সমন্বয় করে কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App