শ্রীলঙ্কান এয়ারলাইনস পেল এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডসে সিলভার সম্মাননা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৬:৪৭ পিএম

শ্রীলঙ্কান এয়ারলাইনস পেল এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডসে সিলভার সম্মাননা
শ্রীলঙ্কান এয়ারলাইনস ঢাকায় আয়োজিত শেয়ারট্রিপ–মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৪ অ্যাওয়ার্ডসে সেরা আঞ্চলিক এয়ারলাইন ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে। পূর্ণাঙ্গ সেবাদানকারী অন্যান্য এয়ারলাইনের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মধ্যেও এই পুরস্কার অর্জন, আঞ্চলিক শীর্ষস্থানীয় এয়ারলাইন হিসেবে শ্রীলঙ্কান এয়ারলাইনসের মর্যাদা আরও সুদৃঢ় করেছে।
অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম নির্বাচিত হয় ঘনঘন ভ্রমণকারী যাত্রীদের মতামত এবং একটি স্বাধীন বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে। দক্ষিণ এশিয়ার কেন্দ্রে অবস্থিত হাব থেকে শ্রীলঙ্কান এয়ারলাইনস বিশ্বের বিভিন্ন অঞ্চলে যাত্রীদের জন্য সুনির্দিষ্ট সংযোগ প্রদান করে।
বাংলাদেশে শ্রীলঙ্কান এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার সুজীওয়া রদ্রিগো বলেন, “এই সিলভার অ্যাওয়ার্ড অর্জন আমাদের জন্য সত্যিই সম্মানের। ভ্রমণকারী জনগণ ও শিল্পের বিশেষজ্ঞদের স্বীকৃতি আমাদের অঙ্গীকারকে শক্তিশালী করেছে—বাংলাদেশি যাত্রীদের জন্য উষ্ণ শ্রীলঙ্কান আতিথেয়তা ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বিশ্বস্ত যাত্রীদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং উন্নয়ন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।”
শ্রীলঙ্কান এয়ারলাইনস প্রতিদিন ঢাকা-কলম্বো রুটে ফ্লাইট পরিচালনা করে, যেখানে রয়েছে প্রশস্ত ওয়াইড-বডি ও ন্যারো-বডি এয়ারবাস উড়োজাহাজ, বিজনেস ও ইকোনমি—উভয় শ্রেণির সেবা। বাংলাদেশি যাত্রীরা এই ফ্লাইটে উপভোগ করতে পারেন দেশীয় স্বাদে প্রস্তুত খাবার ও আন্তর্জাতিক রান্নার মেলবন্ধন, যার মধ্যে রয়েছে পুরস্কারপ্রাপ্ত শ্রীলঙ্কান খাবার। বিনোদনের জন্য রয়েছে সিনেমা, গানসহ আরও অনেক কিছু এবং সঙ্গে থাকছে শ্রীলঙ্কান আতিথেয়তার অনন্য অনুভব।
দক্ষিণ এশিয়ার বিভিন্ন শহর থেকে চার ঘণ্টার কম সময়ে কলম্বো পৌঁছাতে শ্রীলঙ্কান এয়ারলাইনসের সারাবছর চলমান ফ্লাইট সূচি রয়েছে। ঢাকার পাশাপাশি সংযুক্ত রয়েছে ভারতের নয়টি শহর (যেমন—মুম্বাই, দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর), পাকিস্তানের করাচি ও লাহোর। কলম্বোর মাধ্যমে যাত্রীরা সহজে পৌঁছাতে পারেন ফার ইস্ট, অস্ট্রেলিয়া, মালদ্বীপ ও মধ্যপ্রাচ্যে।
বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার প্রতি ভ্রমণকারীদের আগ্রহ ক্রমেই বাড়ছে। প্রতি মাসে প্রায় ৩,০০০ বাংলাদেশি পর্যটক দ্বীপ দেশটিতে সফর করছেন। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ভ্রমণে সবচেয়ে নির্ভরযোগ্য এয়ারলাইন হিসেবে শ্রীলঙ্কান এয়ারলাইনসের অবস্থান নতুন করে প্রমাণিত হলো এই পুরস্কারের মাধ্যমে।