×

চট্টগ্রাম

আন্দোলনকারীদের বিক্ষোভে উত্তাল লক্ষ্মীপুর

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৩:৫৬ পিএম

আন্দোলনকারীদের বিক্ষোভে উত্তাল লক্ষ্মীপুর

ছবি : ভোরের কাগজ

চলমান দেশব্যাপী ছাত্র আন্দোলনে ৯ দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারীরা জেলা শহরের উত্তর তেমুহনী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন ঝুমুরের ইলিশ চত্বরে এসে অবস্থান নেয়।

সমাবেশে আন্দোলনকারী সরকারের পদত্যাগ দাবিসহ ৯ দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এময় বিক্ষোভকারীদের হাতে লাঠিসোটা ছিল। সেখানে বেলা ১২টা পর্যন্ত অবস্থান নেয় বিক্ষোভ সমাবেশ করে তারা। তবে, আন্দোলনকারীদের বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপদ দূরত্বে অবস্থান নিতে দেখা গেছে।

সমাবেশে আন্দোলনকারীরা শুক্রবার দুপুরে তাদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানান, জুমার নামাজের পর জেলা শহরের চকবাজার এলাকায় তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলে যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। এতে আন্দোলনরত শিক্ষার্থীরা আহত হয়। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় তারা বিচার দাবি করেন।

এছাড়া ঢাকাসহ সারাদেশ ছাত্র ও নিরীহ জনগণের ওপর নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায়ও বিচারের দাবি জানিয়েছেন তারা। এ সময় ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন।

এদিকে আন্দোলন চলাকালে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আন্দোলনকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

আরো পড়ুন : ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ আন্দোলনকারীদের

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে: ডিএমপি কমিশনার

আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে: ডিএমপি কমিশনার

পটেটো চিপস খেয়ে নিজের বিপদ ডেকে আনছেন না তো!

পটেটো চিপস খেয়ে নিজের বিপদ ডেকে আনছেন না তো!

মেঘনায় উদ্ধার মরদেহটি সাংবাদিক বিভুরঞ্জনের, জানালেন স্বজনরা

মেঘনায় উদ্ধার মরদেহটি সাংবাদিক বিভুরঞ্জনের, জানালেন স্বজনরা

জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিলো বিএনপি, এনসিপিসহ ২৩ দল

জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিলো বিএনপি, এনসিপিসহ ২৩ দল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App