মেহেরপুর সরকারি কলেজ থেকে কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৭ পিএম

কষ্টিপাথরটি পুলিশের কাছে হস্তান্তর করছেন অধ্যক্ষ শফিউল আলম সরদার। ছবি: ভোরের কাগজ
মেহেরপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ট্রাক্টর দিয়ে কৃষিকাজের সময় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার হয়েছে।
গত বুধবার (৩ ফেব্রুয়ারি) সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে বাগান করার জন্য ট্রাক্টর দিয়ে মাটি সমান করার সময় বস্তুটি পাওয়া যায়। বস্তুটির ওজন ছয় কেজি ১৩৫ গ্রাম। পরে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে কলেজ কর্তৃপক্ষ পাথরটি হস্তান্তর করে।
মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন ধুমকেতু বলেন, বস্তুটি পাওয়ার পর শিক্ষা অধিদপ্তরের ডিজিকে জানান অধ্যক্ষ। পরে ডিজির নির্দেশনায় মেহেরপুর পুলিশ সুপারের সঙ্গে কথা বলে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, সরকারি কলেজ থেকে কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার করা হয়েছে। এটি হিন্দু সম্প্রদায়ের শিবলিঙ্গের অংশবিশেষ বলে ধারণা করছেন স্থানীয়রা।