ছাগলনাইয়ায় দৃষ্টিনন্দন মসজিদ’র উদ্বোধন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ০৫:৫৯ পিএম

ছবি : ভোরের কাগজ

ফেনীর ছাগলনাইয়ার কাশীপুরে নির্মিত দৃষ্টিনন্দন জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) জুমার নামাজের মাধ্যমে মসজিদটির উদ্বোধন করা হয়।
বিশিষ্ট শিল্পপতি শাহাজাহান চৌধুরীর পৃষ্ঠপোষকতায় মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।
এ সময় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদার, ব্যবসায়ী শাফায়েত হোসেন চৌধুরী, মসজিদ পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম, শিক্ষানুরাগী নুরুল্ল্যাহ খান বাচ্চুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা নিজাম উদ্দিন মিয়াজী।