×

সারাদেশ

রাঙ্গামাটিতে পর্যটকবাহী বাস উল্টে নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৮:২৬ পিএম

রাঙ্গামাটিতে পর্যটকবাহী বাস উল্টে নিহত ২

ছবি: সংগৃহীত

   

রাঙ্গামাটির মানিকছড়িতে পর্যটকবাহী বাস উল্টে ঘটনাস্থলে বাসের চাপায় দুইজন নিহত ও ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে চারজনকে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টায় রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে পর্যটকবাহী বাসটি উল্টে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের চাপায় আটকে পড়া পর্যটকদের উদ্ধার কাজ করে।

বাসের যাত্রীরা জানান, সকালে চট্টগ্রামের ভাটিয়ারীর একটি ইট ভাটার শ্রমিকরা আজ (শুক্রবার) সকালে চট্টগ্রাম থেকে বাস যোগে রাঙ্গামাটি পর্যটন ঘুরতে আসে। দিন ভর রাঙ্গামাটির বিভিন্ন পর্যটন স্পট ঘুরে সন্ধ্যায় চট্টগ্রাম যাওয়ার পথে রাঙ্গামাটির মানিকছড়ি এলাকায় গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি উল্টে গিয়ে বাসের নিচের দুইজন পর্যটক চাপা পড়ে। এছাড়া বাসে থাকা ২০ জন যাত্রী আহত হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাঙ্গামাটি শহরের মানিকছড়িতে পর্যটকবাহী বাসটি উল্টে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালে প্রেরণ করি এবং যারা বাসের নিচে চাপা পড়ে আছে, তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

রাঙ্গামাটি কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার মো. আকতার জানান, চট্টগ্রাম শহর থেকে রাঙ্গামাটি আসা পর্যটকরা রাঙ্গামাটিতে ঘুরতে আসে। পরে ফিরে যাওয়ার সময় বাসটি মানিকছড়ি এলাকায় উল্টে যায়। ঘটনাস্থলে বাসের নিচে চাপা পড়ে আছে দু’জন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App