কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ০৪:১২ পিএম

ছবি: ভোরের কাগজ

ছবি: ভোরের কাগজ

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে যশোর -কালীগঞ্জ মহাসড়কের কেয়াবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুপারভাইজার কালীগঞ্জ হেলাই আব্দুল কাদেরের ছেলে ইব্রাহিম হোসেন ওরফে মিজান (৩৭)।
[caption id="attachment_417227" align="aligncenter" width="1599"]
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস কালীগঞ্জের কেয়াবাগান তের পাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় বাসের প্রায় ২০ যাত্রী আহত হন। পরে জানাযায় যাত্রীবাহী বাসের সুপারভাইজার মারা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌছে তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। এবং এদের মধ্যে যাদের অবস্থা গুরুতর তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
বারবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বাসটির চালক পালিয়ে গেছে। তবে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।