×

সারাদেশ

আলফাডাঙ্গায় হাতুড়ি পেটায় দুই সহোদর জখম, আটক ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৩, ০৩:০২ পিএম

আলফাডাঙ্গায় হাতুড়ি পেটায় দুই সহোদর জখম, আটক ১

ছবি: ভোরের কাগজ

   

ফরিদপুরের আলফাডাঙ্গায় মো. শিপন শেখ (৩৬) ও মো. বাবু শেখ (৪০) নামে আপন দুই সহোদরকে হাতুড়ি পেটা করে জখম করার ঘটনায় মামলার এজাহারভুক্ত প্রধান আসামি অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. ইমদাদুল হক তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল গ্রামে। আহত দুই সহোদর একই গ্রামের মো. সানোয়ার শেখের ছেলে।

বুধবার (১০ মে) রাতে এ অমানবিক ঘটনাটি পানাইল গ্রামে ভুক্তভোগীর বাড়ীর সামনে ঘটেছে বলে মামলার বাদী মো. শিপন শেখ ভোরের কাগজকে নিশ্চিত করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (১১মে) সকালে ভুক্তভোগী মো. শিপন শেখ বাদী হয়ে ৮ জনের নামে আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন।

এরপর পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত প্রধান আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. ইমদাদুল হক তালুকদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, মো. শিপন শেখ ও একই এলাকার মতিয়ার তালুকদারদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল । সর্বশেষ ঘটনার দিন একটি গাছ বিক্রয়কে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনাসদস্য ইমদাদুল হক তালুকদারের নেতৃত্বে মতিয়ার তালুকদার, পলাশ তালুকদার, সাহিদ শেখ, রহম তালুকদারসহ আরও ৫-৬ জন লোক মো. শিপন শেখকে রাতের আঁধারে তার বাড়ির সামনে একা পেয়ে হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় শিপন শেখের শোর চিৎকারে তার আপন বড় ভাই মো. বাবু শেখ এগিয়ে গেলে তাকেও অভিযুক্তরা হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমান তারা দুই সহোদর হাসপাতালে চিকিৎসারত রয়েছেন।

জানতে চাইলে আলফাডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App