কুতুবদিয়ায় ঝড়ে ফিশিং ট্রলার ডুবিতে জেলে নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২৩, ০৯:০৯ পিএম

ছবি: ভোরের কাগজ
কুতুবদিয়ার অদূরে সাগরে ঝড়ের কবলে ফিশিং ট্রলার ডুবে বিশ্বনাথ নামে এক জেলে মারা গেছে। বুধবার (১৭ মে) ভোর রাতে বোটটি দুর্ঘটনার শিকার হয়। এসময় বোটের আরো ১৩ জেলে জীবিত উদ্ধার হয়।
কক্সবাজার কুতুবদিয়া আলী আকবর ডেইল ইউনিয়নের রত্নসেন দাশের মালিকানাধীন এফবি সাগর নামক ফিশিং ট্রলার মঙ্গলবার ভোর রাত ৩ টার দিকে ১৪ মাঝি মাল্লাসহ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় অন্যান্য ফিশিং বোটের সহায়তায় ১৩ জেলেকে উদ্ধার করা গেলেও জেলে বিশ্বনাথ (৩৮) নিখোঁজ হন।
ট্রলারের মিঝি হিরা আহমদ জানান, ট্রলারের কেবিনে আটকে পড়ে নিহত জেলে বিশ্বনাথ চন্দ্র দাশকে পরে ভাসমান অবস্থায় উদ্ধার করে মঙ্গলবার বিকেলে দ্বীপে আনা হয়। সে নোয়াখালী হাতিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
নিহত বিশ্বনাথের বড় মেয়ে রাত্রি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে বলে স্থানীয় বাসিন্দা রত্না দাশ জানিয়েছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বঙ্গোপসাগরে আলী আকবর ডেইল ইউনিয়নের রত্নসেন দাশের মালিকানাধীন ট্রলার দুর্ঘটনায় এক জেলের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।