কুতুবদিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ মে ২০২৩, ০৯:২৫ পিএম

ছবি: সংগৃহীত
কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে এক ঘন্টার ব্যবধানে ২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মে) বিকালে দক্ষিণ ধুরুং ইউনিয়নে পৃথক পৃথক পানি ডুবির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বুধবার বিকাল ৩টার দিকে দক্ষিণ ধুরুং গ্রামে এহসান উল্লাহর ছেলে মিনহাজ উদ্দিন (৪) বাড়ির পাশের পুকুরে তলিয়ে যায়। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নেছার আহমেদ শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এদিকে, একই দিন বিকাল ৪টার দিকে দক্ষিণ ধুরুং কালু মিয়াজির পাড়ার নুরুল কাদেরের শিশু সন্তান মাহমুদুল করিম (২) পুকুরে ডুবে মারা গেছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।