×

সারাদেশ

কেশবপুরে এবার উপজেলা ভূমি কার্যালয়ে চুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ০৬:৩৮ পিএম

কেশবপুরে এবার উপজেলা ভূমি কার্যালয়ে চুরি

ছবি: ভোরের কাগজ

   

একের পর এক চুরি-ছিনতাইয়ের ঘটনায় জনমনে আতঙ্ক

যশোরের কেশবপুর উপজেলায় এবার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে এ চুরির ঘটনাটি ঘটেছে। এছাড়া গত বৃহস্পতিবার রাতে শহরের পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।

ভূমি অফিস সূত্রে জানা গেছে, শনিবার রাতে ভূমি অফিসের সার্ভেয়ার শফিকুল ইসলামের কক্ষের পেছনের জানালার গ্রিল কেটে চোর ভেতরে প্রবেশ করে। আলমারির তালা ভেঙে ড্রয়ার থেকে টাকা চুরি করেছে।

সার্ভেয়ার শফিকুল ইসলাম বলেন, ‘আলমারিতে আমার ব্যক্তিগত ৭-৮ হাজার টাকা চোরেরা চুরি করে নিয়ে গেছে।

উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মো. আরিফুজ্জামান বলেন, অফিসের কোনো সম্পদ চুরি হয়নি। চোরেরা সার্ভেয়ার শফিকুল ইসলামের ব্যক্তিগত টাকা চুরি করেছে। ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে।

কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) বিদূষ বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

এছাড়া, গত বৃহস্পতিবার ভোর রাতে শহরের পাঁচটি দোকান থেকে প্রায় ৪ লাখ টাকা চুরি হয়েছে। পাশাপাশি, একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে চুরির চেষ্টা চলেছে।

উপজেলার আমির হোসেন মার্কেটের একাত্তর টেলিকমের চয়ন মিত্রের দোকানে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার ভোর চারটা ৫৩ মিনিটের দিকে এক যুবক মুখে কাপড় পেঁচিয়ে দোকানে ঢুকে, ক্যাশ বাক্স ভেঙে টাকা চুরি করছে।

শহরের খাদ্য গুদামের সামনে লাল্টুর দোকান, বাড়িতে চুরি হয়েছে বলে দোকান মালিক লাল্টু জানান। শহরের ভিগো শো-রুমের পরিচালক হাসানুর রহমান বলেন, রাত চারটা থেকে সাড়ে চারটার মধ্যে শোরুমের তালা ভেঙে ভেতরে ঢুকে ক্যাশবাক্স থেকে আনুমানিক ৩০ হাজার টাকা চুরি করেছে।

উল্লেখ্য, শহরের বিভিন্ন দোকানে, বাসাবাড়িতে চুরি এবং সড়কে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কে রয়েছেন পৌরবাসী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App