নান্দাইলের স্বর্ণ জয়ী স্বর্ণাকে সংবর্ধনা জানালেন ইউএনও

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ১১:২৫ পিএম

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বারুইগ্রামের কৃষক নুরু মিয়ার কন্যা নান্দাইল সেবাবুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী।
স্বর্ণাকে বৃহস্পতিবার (৬ জুলাই) নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর ফুলের তোড়া নিয়ে তার নিজ বাড়িতে গিয়ে সংবর্ধনা জানান।
স্বর্ণা ২০২৩ এ স্পেশাল অলম্পিক ওয়ার্ল্ড সামার গেমস ফুটবল খেলায় শ্রেষ্ঠ খেলোয়ার হিসেবে স্বর্ণপদক পেয়েছেন।
জার্মানির বার্লিনে ১৭ জুন উদ্বোধনী খেলায় বাংলাদেশ থেকে ৮১ জন ক্রীড়াবিদ ও কর্মকর্তা সহ ১১৩ সদস্যের একটি প্রতিনিধি দল গেমসে অংশ নেয়।
অংশ গ্রহণকারীর মধ্যে ১৩ জন স্বর্ণপদক লাভ করে তার মধ্যে এই বাকপ্রতিবন্ধী স্বর্ণাও একজন। স্বর্ণা সুদূর জার্মানি থেকে স্বর্ণপদক লাভ করে দেশে ফিরলে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।
এসময় সাথে ছিলেন-নান্দাইল সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান, চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইয়া, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজী, নান্দাইল সেবাবুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান আকন্দ সহ প্রমুখ।
এসময় নান্দাইল নির্বাহী অফিসার স্বর্ণার বাবার হাতে নগদ ৭ হাজার টাকা তুলে দেন এবং স্বর্ণার চিকিৎসার দায়িত্ব তুলে নেন ও তার বাড়ির রাস্তা সংস্কার করার জন্য অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেন।