×

সারাদেশ

চেইন চুরির অপবাদ দেয়ায় যুবকের বিষপান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ০৪:৩৭ পিএম

চেইন চুরির অপবাদ দেয়ায় যুবকের বিষপান

ছবি; ‍সংগৃহীত

   
কুমিল্লার দাউদকান্দিতে চেইন চুরির অপবাদ সইতে না পেরে আব্দুল হাকিম (২৫) নামে এক যুবক বিষপান করেছেন। পরে আশংকাজনক অবস্থায় ওই যুবককে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠায়। শনিবার (২৬ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের দশপাড়া গ্রামের মৃত কবির হোসেনের ছেলে। জানা যায়, গত ১২ নভেম্বর দশপাড়া গ্রামের রবি মিয়ার ঘর থেকে তার মেয়ের একটি স্বর্ণের চেইন চুরি হয়।পরদিন সেই চুরির অপবাদ দিয়ে হাকিমকে ঘর থেকে ডেকে নিয়ে মারধর করেছেন বলে তার মা রেজিয়া বেগম জানান। তিনি বলেন, পাশের বাড়ির রবি, বারেকসহ ৪-৫ জন লোক ঘর থেকে হাকিমকে ধরে নিয়ে রাস্তায় মারধর শুরু করে। ছেলের চিৎকার শুনে আমি দৌড়ে গেলে আমাকেও মারধর করে। পরে ছেলেকে বেধে রেখে আরো মারধর করার ভয় দেখিয়ে আমার সামনেই মোবাইলে স্বীকারোক্তিমূলক কথা রেকর্ড করেন। পরে ১০ দিনের মধ্যে চেইনের সমপরিমাণ টাকা দেয়ার কথা আদায় করে ছেড়ে দেয়। শনিবার টাকার জন্য বাড়িতে হুমকি দেয়। এরপর আমার ছেলে বিষ খায়। এখন ছেলেকে নিয়ে ঢাকা মেডিকেল আছি, আল্লাহ আমার ছেলেকে যেন বাঁচিয়ে দেন আর তাদের বিচার আল্লার কাছে দিলাম। এদিকে রবি মিয়া বলেন, আমার মেয়ে ঘুমিয়ে ছিল, হাকিম জানালা দিয়ে মেয়ের গলার চেইনটি নিয়ে যায়। এজন্য তাকে বাড়ি থেকে ডেকে বারেক মিয়াসহ এলাকার লোকজনের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কোন মারধর করা হয়নি। এ ঘটনা এলাকার মেম্বার বা চেয়ারম্যানকে জানানো হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমরা একই বাড়ির তাই কাউকে জানাইনি। সুন্দলপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রতিবেশী বাবুল মিয়া বলেন, বিষ খাওয়ার পরে ঘটনাটি শুনেছি। হাকিম চুরি করে থাকলে তাকে পুলিশে দিত, কিন্তু এভাবে মারধর করা ঠিক হয়নি। দাউদকান্দি মডেল থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, যদিও হাকিম আগে চুরির অভিযোগে জেল খেটেছে, তারপরও কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App