×

সারাদেশ

রাজধলা বিল থেকে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

Icon

পূর্বদলা প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৪, ০২:৫৪ পিএম

রাজধলা বিল থেকে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

ছবি: ভোরের কাগজ

   

পূর্বধলায় নিখোঁজ হওয়ার একদিন পর স্কুল ছাত্র আকিব হাসান মাহিন (১৭) এর লাশ রাজধলা বিল থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। 

নিহত মাহিন উপজেলার রাজপাড়া গ্রামের ফারুক আহমেদের পুত্র ও পূর্বধলা জগৎমনি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল। 

পারিবারিক সূত্রে জানাজায় গত বুধবার বিকাল ৩ টার সময় আকিবকে ডেকে নিয়ে যায় একই বিদ্যালয়ে পড়ুয়া তারই দুই সহপাঠী সাইমন ও আবিব হোসেন নামে দুই বন্ধু । পরে অপর দুই বন্ধু বাসায় ফিরলেও ফেরেনি আকিব হাসান । রাত ১০টা পর্যন্ত আকিব হাসান বাসায় না ফেরায় তার আত্মীয় স্বজনরা রাতভর বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন। 

পরে বৃহস্পতিবার সকালে আকিব হাসানের আত্মীয় স্বজনরা রাজধলা বিলের উত্তর পাশে ভিকটিমের পরিহিত জামা ব্যবহৃত মোবাইল পড়ে আছে বলে খবর পায়। এতে স্থানীয় লোকজন এবং স্বজনরা ধারণা করেন ভিকটিমের মৃতদেহ উক্ত রাজধলা বিলে থাকতে পারে। বিষয়টি পূর্বধলা থানা পুলিশকে অবহিত করা হলে তারা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরীদলকে খবর দেয়, ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাজধলা বিলের উত্তর পাড়ে তল্লাশি চালিয়ে পানির নীচ থেকে আকিবের মরদেহ উদ্ধার করে। পরিবারের লোকজনের দাবি আকিবকে পরিকল্পিত ভাবে হত্যা করে বিলের পানিতে ফেলে রাখা হয়েছে। 

আকিবের এমন মৃত্যু ও মরদেহ পানি থেকে উত্তোলনের খবরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিলপাড়ে ছুটে আসেন এবং অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র সরকার জানান আকিব হাসান মাহিন তার বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্র ছিল। 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসান এ সময় তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পরিবারের লোকজনের সাথে কথা বলেন। 

পূর্বধলা থানার ওসি রাশেদুল ইসলাম জানান স্কুল ছাত্র আকিব হাসান মাহিনের মরদেহ রাজধলা বিল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মরদেহ সুরতহাল রির্পোট করে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে হাতে পেলেই বলা যাবে এটি হত্যা না অন্য কিছু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App