×

সারাদেশ

আওয়ামী লীগ নেতাদের কুকীর্তি ফাঁস করলেন মহিলা লীগ নেত্রী, অডিও ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৪ পিএম

আওয়ামী লীগ নেতাদের কুকীর্তি ফাঁস করলেন মহিলা লীগ নেত্রী, অডিও ভাইরাল

উম্মে হানি সেতু। ছবি: সংগৃহীত

   

ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহসভাপতি উম্মে হানি সেতুর একটি ভয়েস রেকর্ড সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। কল রেকর্ডে সেতু অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতারা নারী নেত্রীদের সব সময় ভোগের পণ্য হিসেবে দেখতেন এবং তাদের প্রতি সম্মানজনক আচরণ করতেন না।

সেতু বলেন, ‘দল করেছি কিন্তু কখনো ভালো জায়গায় রাখেনি। নেতারা বাঁকা চোখে তাকাতেন। কেন তাকাতেন সেটাও বুঝতাম। আমি দেখতে সুন্দরী ছিলাম, বিশ্রী তো আর না! যে নারীকে ছুঁতে পারতেন, তাকেই ভালো পদ দিতেন। আমাদের কখনো বোনের মর্যাদা দেননি, সব সময় ভোগের পণ্য হিসেবে দেখেছেন।’

এই রেকর্ডের মাধ্যমে সেতু আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অসামাজিক কার্যকলাপেরও কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘নেতারা নায়িকাদের নিয়ে ফুর্তি করতেন, আর এই ধরনের কার্যকলাপের ফলেই আল্লাহর গজব নেমে এসেছে দলের ওপর।’

সেতু তার রেকর্ডে বলেন, ‘যারা নেতাদের সান্নিধ্যে ছিলেন, তাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু আমরা যারা অবাধ্য ছিলাম, তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আমি এখন মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমার ১৬ মাসের একটি বাচ্চা আছে, অথচ কেউ তার খোঁজ নিচ্ছে না।’

রেকর্ডটি প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হয়, পরে তা ছড়িয়ে পড়ে। তবে সেতু নিজে এই রেকর্ডের বিষয়ে কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, ‘আমি কোনো বক্তব্য দিইনি, প্রমাণ করতে পারলে করেন।’

আরো পড়ুন: আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা নায়িকাদের নিয়ে ফুর্তি করতেন

এই রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর দলের ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App