×

সারাদেশ

শেখ হাসিনা ও আমুসহ ৩৯ জনের নামে দুই মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ পিএম

শেখ হাসিনা ও আমুসহ ৩৯ জনের নামে দুই মামলা

ছবি: সংগৃহীত

   

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিবা আমিনা আল গাজীর গাড়িবহর ও তার ওপর ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় 

শেখ হাসিনা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠি ও নলছিটি থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।  ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় সময় জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিবা আমিনা আল গাজীর গাড়িবহর ও তার ওপর হামলা করা হয়েছিল। সেই  ঘটনায় এ মামলা। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে জিবা আমিনা আল গাজী বাদী হয়ে এজাহার দুটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে ১৩ ডিসেম্বর ঝালকাঠি শহরে ও ১৪ ডিসেম্বর নলছিটিতে বিএনপির স্থানীয় সংসদ সদস্য প্রার্থী জিবা আমিনা আল গাজীর গাড়িবহরে ও তার ওপর হামলা করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে জিবা আমিনা আল গাজীসহ বিএনপির প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়। জিবা আমিনা আল গাজীর গাড়িটি ভাঙচুর করেন তারা। 

এ ঘটনায় হুকুমের আসামি করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম ও সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরকে আসামি করা হয়। এছাড়াও হামলায় সরাসরি অংশ নেয়া ৩৫ জনের নাম উল্লেখ করা হয় মামলায় । অজ্ঞাত আসামি রয়েছেন আরো শতাধিক।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ও নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম কর্মকর্তারা জানান, এজাহার পেয়েছি, এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App