×

সারাদেশ

সাদপন্থিদের নৃশংস হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Icon

তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম

সাদপন্থিদের নৃশংস হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছবি : ভোরের কাগজ প্রতিনিধি

   

টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে সপ্তাহে ঘটে যাওয়া সাদপন্থিদের বর্বর নির্মমতা ও হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা ওলামায়ে কেরাম ও তৌহিদী ছাত্র-জনতা।

রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের সুপার মার্কেট এলাকায় শুরু হয় বিক্ষোভ সমাবেশ। দলে দলে জেলার বিভিন্ন উপজেলা থেকে সহস্রাধিক আলেম জড়ো হতে থাকেন। কয়েক ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশে মুসল্লিদের ঢল নামে।

উলামায়ে কেরাম ও তৌহিদী ছাত্র-জনতার ব্যানারে এবং শূরা সদস্য ইঞ্জিনিয়ার মো. জাহিদ হাসান ও মুন্সীগঞ্জ শহর জামে মসজিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ থেকে সাদপন্থিদের নিষিদ্ধের ঘোষণা করে মুন্সীগঞ্জ আলেম সমাজ ও তৌহিদী জনতার নেতারা। অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে কর্মসূচি আরো জোরদার ও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন ওলামায়ে সমাজ। 

বিক্ষোভ সমাবেশে বক্তারা আরো জানায়, সন্ত্রাসী জঙ্গি সাদপন্থিদের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ও ইজতেমার মাঠে গত ১৮ ডিসেম্বর রাতে ঘুমন্ত মুসলিমদের ওপর বর্বর হামলাকারী খুনিদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনতে হবে।

এছাড়াও মুন্সীগঞ্জ জেলার সকল মসজিদে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধ, তাবলীগের সকল কার্যক্রম সকল মসজিদে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালনা করারসহ মুন্সীগঞ্জ জেলার সাদপন্থিদের তালিকা সংগ্রহপূর্বক গ্রেপ্তারের দাবি জানান বক্তারা 

বিক্ষোভ সমাবেশে শহরের বিভিন্ন স্থানে তারা মিছিল করে। পরে জেলা প্রশাসক ও জেলা পুলিশের বরাবর তারা স্মারকলিপি প্রদান করে। 

এ সময় আরো উপস্থিত ছিলেন হরগঙ্গা কলেজ হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর আব্দুল মান্নান, শহর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবরারুল হক, হেফাজতে ইসলাম মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা হুসাইন মোহাম্মদ ইছাকি, শ্রীনগর কোলাপাড়া মাদ্রাসার খতিব মাওলানা আশরাফ আলী কাসেমী, ইসলামি আন্দোলন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি সানাউল্লাহ কাসেমীসহ অন্য আলেম-ওলামারা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App