চরমোন্তাজে গরুচোর আটক, ২ গরু উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০, ০৬:২১ পিএম

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে ২ টি গরুসহ চোর লিটন গাজী(৩০) কে আটক করেছে স্থানীয়রা। সোমবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২ টায় চরমোন্তাজ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাইলাবুনিয়া গ্রাম থেকে গরু চুরি করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে।
আটককৃত গরুচোর পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার পূর্ব সোনাখালী ইউনিয়নের মোঃ শহিদুল গাজীর ছেলে ।
আটককৃত গরুচোরের কাছে থেকে জানা যায় রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের মোঃ বেল্লাল হাওলাদারের নেতৃত্বে তিনি গরু চুরি করতে আসেন এবং তার সাথে আরও ছিলেন রাসেল মেলকার ।
এবিষয়ে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ বেল্লাল হোসেন বলেন, গরু চুরির ঘটনাস্থল থেকে আমরা চোরকে উদ্ধার করে রাঙ্গাবালী থানায় হস্তান্তর করেছি। অপর দুজনের বিরুদ্ধে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।