মাগুরা-২ আসনে নিতাই রায়কে মনোনয়ন দেয়ায় বিক্ষোভ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৬:২২ এএম
					মাগুরা-২ আসনে নিতাই রায়কে মনোনয়ন দেয়ায় বিক্ষোভ
মাগুরা-২ আসনে নিতাই রায়কে বিএনপির মনোনয়ন দেওয়ায় বিএনপি নির্যাতিত নিপীড়িত কর্মী-সমর্থকেরা অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার রাতে শালিখা উপজেলা আরপাড়া বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা।
এ সময় বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে স্লোগান দেন। এ ছাড়া মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করার খবর পাওয়া গেছে। রাত ১০ টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে মিছিল করছিলেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাগুরা ২ আসনে দলীয় প্রার্থী হিসেবে নিতাই রায়ের নাম ঘোষণা করা হয়।
	
																	
																	
																	
																	
																	
																	
																	
																	
																	
																	