×

ক্রিকেট

৩৪ বছরের অপেক্ষার অবসান, পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৮:৪১ এএম

৩৪ বছরের অপেক্ষার অবসান, পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

ছবি : সংগৃহীত

ত্রিনিদাদে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ২০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দীর্ঘ প্রায় সাড়ে তিন দশকের খরা কাটাল ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে ১৯৯১ সালের পর প্রথমবার পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতল ক্যারিবিয়ানরা।

শেষ মুহূর্তের নাটকীয়তায় আবরার আহমেদকে রান আউট করেই নিশ্চিত হয় এই ঐতিহাসিক জয়। রোস্টন চেইসের সরাসরি থ্রোয়ে স্টাম্প ভাঙার সঙ্গে সঙ্গেই উদযাপন শুরু করে ক্যারিবিয়ান ক্রিকেটাররা। টিভি রিপ্লেতে রান আউটের নিশ্চয়তা মিলতেই গ্যালারিতেও শুরু হয় উৎসব।

১৯৯১ সালের নভেম্বরে রিচি রিচার্ডসনের নেতৃত্বে পাকিস্তানে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর ১১টি সিরিজে পাকিস্তানের কাছে ১০টিতেই হেরেছে, একটি শেষ হয়েছিল সমতায়।

আরো পড়ুন : কোহলিকে টপকে সেরা পাঁচে ওয়ার্নার, এক-দুই-তিনে কারা?

মঙ্গলবার ব্যাট হাতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ছিল ধীরগতির। প্রথম ৩০ ওভারে আসে মাত্র ১১০ রান। তবে শেষ ১০ ওভারে ঝড় তোলে শেই হোপ ও জাস্টিন গ্রেভস। সপ্তম উইকেটে তাদের অবিচ্ছিন্ন ১১০ রানের জুটি আসে মাত্র ৫০ বলে। ৯৪ বলে ১০ চার ও ৫ ছক্কায় অপরাজিত ১২০ রান করে ম্যাচসেরা হন হোপ।

বোলিংয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে দেন ২৩ বছর বয়সী পেসার জেডেন সিলস। দুর্দান্ত প্রথম স্পেলে টপ অর্ডার ধসিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত ৭.২ ওভারে ১৮ রানে ৬ উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ইতিহাসে তৃতীয় সেরা বোলিং ফিগার।

পাকিস্তানের ব্যাটিং ছিল একদম বিপর্যস্ত। মাত্র ৯২ রানে গুটিয়ে যায় দল। আটজন দুই অঙ্কে যেতে পারেননি, এর মধ্যে পাঁচজন করেন শূন্য রান। সর্বোচ্চ ৩০ রান আসে সালমান আলি আগার ব্যাট থেকে।

এই জয়ের পেছনে ছিল মাঠের বাইরের কৌশলগত পরিবর্তনও। ঘরের মাঠে টানা ব্যর্থতার পর ওয়েস্ট ইন্ডিজ বোর্ড কিংবদন্তিদের নিয়ে জরুরি ‘স্ট্র্যাটেজিক মিটিং’ ডেকেছিল। দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতায় ফেরার পর শেষ ম্যাচে তারা দেখাল পুরোনো দিনের আগ্রাসন।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২৯৪/৬ (হোপ ১২০*, গ্রেভস ৪৩*, চেইস ৩৬; নাসিম ২ উইকেট, আবরার ২ উইকেট)

পাকিস্তান: ৯২ (সালমান ৩০; সিলস ৬/১৮)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ২০২ রানে জয়ী

সিরিজ: ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: শেই হোপ

ম্যান অব দ্য সিরিজ: জেডেন সিলস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

মালয়েশিয়ায় ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান

মালয়েশিয়ায় ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান

ইসরায়েলের গাজা দখল পরিকল্পনার তীব্র নিন্দা উত্তর কোরিয়ার

ইসরায়েলের গাজা দখল পরিকল্পনার তীব্র নিন্দা উত্তর কোরিয়ার

বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি আর নেই

বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি আর নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App