এশিয়া কাপে বাদ পড়া ও অবসর প্রসঙ্গে মুখ খুললেন শামি

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৮:৫৩ এএম

ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামি। ছবি : সংগৃহীত
সাম্প্রতিক সময়ে এক ভারতীয় ক্রিকেটার এবং আরেকজন আইপিএল খেলোয়াড় অবসর নিয়েছেন। একইসঙ্গে কানাঘুষা চলছে আরো কয়েকজনের অবসর নিয়েও। সেই তালিকায় নাম আসছে ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামির।
তবে এ প্রসঙ্গে মুখ খুলে শামি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন- ‘আমি কার জীবনে পাথর হয়ে আছি?’
৩৪ বছর বয়সী শামি সর্বশেষ ভারতের হয়ে খেলেছেন গত মার্চে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর থেকে কোনো দ্বিপাক্ষিক সিরিজ কিংবা এশিয়া কাপের স্কোয়াডেও জায়গা হয়নি তার। এ নিয়েই এক সাক্ষাৎকারে অবসর প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, ‘আমাকে নিয়ে যদি কারও সমস্যা থাকে সেটা বলুক। মনে হয় আমি অবসর নিলেই তাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। আমি কার জীবনে বাধা হয়েছি যে তারা আমার অবসর কামনা করে?’
ভারতীয় নির্বাচকদের সমালোচনা করে শামি আরো বলেন, ‘যেদিন খেলতে ভালো লাগবে না, আমি নিজে সরে যাব। কিন্তু আপাতত আমি এখনও ক্রিকেট ভালোবাসি। আপনারা আমাকে দলে না নিলেও আমি ঘরোয়া ক্রিকেটে খেলব। গত দু’মাস ধরে ট্রেনিং করেছি, ওজন কমিয়েছি, অনেক পরিশ্রম করেছি। আমার লক্ষ্য ছন্দ ফিরে পাওয়া আর লম্বা স্পেলে বল করা।’
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ড সিরিজ দিয়েই জাতীয় দলে ফিরেছিলেন শামি। আইসিসির টুর্নামেন্টে ছিলেন দেশের যৌথভাবে সর্বোচ্চ (সবমিলিয়ে দ্বিতীয়) উইকেটশিকারি। ৯ উইকেট নিয়ে ঝলক দেখালেও পরে আবারও বাইরে বসতে হয় তাকে।
ক্যারিয়ারের শেষ দিকে ইনজুরির সমস্যায় ভুগলেও এখনও ক্রিকেটের প্রতি ভালোবাসা আগের মতোই অটুট বলে জানালেন শামি। তার একমাত্র অপূর্ণতা ওয়ানডে বিশ্বকাপ না জেতা। তিনি বলেন, ‘আমার স্বপ্ন দেশের হয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতা। ২০২৩ আসরে খুব কাছাকাছি গিয়েছিলাম, কিন্তু পাইনি। আমি চাই ২০২৭ আসরে আবার সেখানে থাকতে।’
আগামী ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ। ভারতীয় দলে জায়গা হয়নি শামির। তাই সতীর্থরা যখন টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছেন, তখন এই তারকা পেসার মুখিয়ে আছেন ঘরোয়া প্রতিযোগিতা দলীপ ট্রফিতে ফিরে আসার জন্য।