×

অপরাধ

বিচার বিভাগে নৈরাজ্য বন্ধের দাবি গণতান্ত্রিক আইনজীবী সমিতির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৬:৪১ পিএম

বিচার বিভাগে নৈরাজ্য বন্ধের দাবি গণতান্ত্রিক আইনজীবী সমিতির

ছবি: সংগৃহীত

   

বিচার বিভাগে নৈরাজ্য, অনিয়ম, দুর্নীতি বন্ধ এবং সারাদেশের আইনজীবীদের জন্য বিশেষ কল্যাষ তহবিল প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি মানববন্ধন করেছে। বুধবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা বার সমিতি ভবন প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। 

সংগঠনটির ঢাকা বার শাখার সভাপতি এডভোকেট এ কে এম সোহেল আহমদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এডভোকেট আনয়ারুল হকের সঞ্চালনায় এ কর্মসূচি হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী। 

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ –সভাপতি এডভোকেট শাহজাহান চৌধুরী, সংগঠনের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হুমাঊন কবির, ঢাকা বার শাখার সহ-সভাপতি এডভোকেট দীলিপ ব্যাপারী, ঢাকা বার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল, ঢাকা বার শাখার সাংঠনিক সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক এডভোকেট জেসমিন সুলতানা, ঢাকা বার শাখার সদস্য এডভোকেট তাসলিমা আক্তার তিশা প্রমুখ। 

সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী বলেন, একটি রক্তক্ষয়ী ছাত্র-গণঅভ্যুত্থানের পর আশা ছিল দেশের বিচার ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরে আসবে। অথচ আজ বিচার ব্যবস্থায় আরো নৈরাজ্য, দুর্নীতি, অনিয়ম সৃষ্টি হয়েছে। দলীয়করণ সীমা ছাড়িয়েছে। মেধার বদলে দলীয় কোটার মাধ্যমে বিচার ব্যবস্থায় ঢালাও পদায়ন আরও বেশি পরিমাণে অব্যাহত রয়েছে। দেশে আইনের শাসন ও ন্যায়বিচারের স্বার্থে সাধারণ আইনজীবীরা এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। 

সভায় অন্যান্য বক্তারা বলেন, ঢাকা বারসহ দেশের প্রতিটি বার সমিতি আজ চরম আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছে। বক্তারা বার সমিতিসমূহের মাধ্যমে সরকারের বিশেষ বরাদ্দের ভিত্তিতে একটি বিশেষ আইনজীবী কল্যান তহবিল প্রতিষ্ঠার জোর দাবি জানান।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App