সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ভাতিজা গ্রেপ্তার

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০২:৩৬ পিএম

তোফায়েল হোসেন। ছবি : সংগৃহীত
কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা-১১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের ভাতিজা তোফায়েল হোসেনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
তোফায়েল ওই গ্রামের মৃত আম্বর আলীর ছেলে। তিনি চৌদ্দগ্রাম থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য।
পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা তোফায়েল হোসেন চৌদ্দগ্রামে আট বাস যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে আরো একটি মামলা রয়েছে। তিনি ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল্লাহ বলেন, তোফায়েল কয়েকমাস যাবত আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাকে গ্রেপ্তার হয়।
উল্লেখ্য, ২০১৫ সালে ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের সময় চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রল বোমা হামলায় আট যাত্রী নিহত হন। এ ঘটনায় ওই সময়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ বিএনপি-জামায়াতের ৬৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে তৎকালীন চৌদ্দগ্রাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার।
আরো পড়ুন : নিখোঁজ পুলিশ কর্মকর্তা আলেপ উদ্দিন গ্রেপ্তার