×

অপরাধ

নতুন মামলায় আনিসুল, সালমান, আমুসহ গ্রেফতার ৯

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৫:১৭ পিএম

নতুন মামলায় আনিসুল, সালমান, আমুসহ গ্রেফতার ৯

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার বিভিন্ন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, ডা. দীপু মনিসহ ৯ জনকে নতুন করে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার (৯ জুলাই) তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরিপ্রেক্ষিতে তা মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া।

গ্রেফতার দেখানো অপর আসামিরা হলেন- সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু এবং যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

এর মধ্যে কাজী মনিরুল ইসলাম মনুকে ৮ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আনিসুল হক, আবুল হাসান, জাহাঙ্গীর আলম, পলক ও শহীদুল হককে দু’টি করে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সালমান, দীপু মনি ও আমুকে একটি করে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গত বছর ১৩ আগস্ট আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ। এরপর ১৯ আগস্ট গ্রেফতার হন সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি। ৬ নভেম্বর পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে আমীর হোসেন আমুকে গ্রেফতার করা হয়। 

৪ সেপ্টেম্বর পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক, ১ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং ১৭ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে গ্রেফতার করা হয়। 

এছাড়া গত ১৫ আগস্ট সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং চলতি বছর ২১ এপ্রিল ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গত শতাব্দীর পদধ্বনি শুনতে পাচ্ছি দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে

গত শতাব্দীর পদধ্বনি শুনতে পাচ্ছি দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে

প্রতিকূল বাজার পরিস্থিতির মধ্যেও স্থিতিশীল প্রবৃদ্ধিতে রবি

প্রতিকূল বাজার পরিস্থিতির মধ্যেও স্থিতিশীল প্রবৃদ্ধিতে রবি

জন্ম ও মৃত্যু নিবন্ধনে জুন মাসে দেশসেরা পটুয়াখালীর দুমকী উপজেলা

জন্ম ও মৃত্যু নিবন্ধনে জুন মাসে দেশসেরা পটুয়াখালীর দুমকী উপজেলা

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার সতকর্তা জারি বাংলাদেশ ব্যাংকের

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার সতকর্তা জারি বাংলাদেশ ব্যাংকের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App