×

অপরাধ

২০ বছরের দণ্ড থেকে বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়া খালাস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৬:৩৯ পিএম

২০ বছরের দণ্ড থেকে বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়া খালাস

বিএনপির কেন্দ্রীয় নেতা ও খাগড়াছড়ি জেলার সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। ছবি: সংগৃহীত

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০ বছরের দণ্ডের বিরুদ্ধে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। রোববার (১০ আগস্ট) তার আপিল মঞ্জুর করে বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তাকে খালাস দেন।

আদালতে আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও এস এম শাহজাহান, আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল ও আইনজীবী মাকসুদ উল্লাহ। 

২০০৭ সালের ৩ মার্চ মামলাটি দায়ের করা হয়। একই বছরের ৬ জুন চার্জশিট দেয়া হয়। ২২ জুলাই রায় দেয়া হয়। রায়ে তিন ধারায় মোট ২০ বছর দণ্ড (৩ বছর, ১০ বছর ও ৭ বছর) দেয়া হয়।

জ্ঞাত বহির্ভুত ৬ কোটি ৩৬ লাখ ২৯ হাজার ৩৫৪ টাকার সম্পদ অর্জন ও দুদকে সম্পদের তথ্য গোপন করার অভিযোগে ওয়াদুদ ভূঁইয়াকে চট্টগ্রামের বিভাগীয় জজ আদালত ওই রায় দেন। একই সঙ্গে অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেয়া হয়। এরপর তিনি একই বছর হাইকোর্টে আপিল করেন। ওই আপিলের শুনানি শেষে এদিন রায় দেয়া হয়।

রায়ের পর ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সম্পদের হিসাব বিবরণীর মামলা এটি। ২০০৭ সালে ওয়ান ইলেভেনের পর বিএনপির নেতাদের গণহারে গ্রেফতার করে এ রকম মামলা দেয়া হয়েছে। যেগুলো আইনসিদ্ধ ছিল না। আজকের এ রায়ের মাধ্যমে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বেকসুর খালাস পেয়েছেন। একইসঙ্গে সহায় সম্পদ জব্দ করে যে আদেশ দেয়া হয়েছিল সেটাও বাতিল করা হয়েছে।

ওয়াদুদ ভূঁইয়া বিএনপির কেন্দ্রীয় নেতা ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আনিসুলের বান্ধবী তৌফিকার ১১৪ ব্যাংক হিসাব ফ্রিজ

আনিসুলের বান্ধবী তৌফিকার ১১৪ ব্যাংক হিসাব ফ্রিজ

বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরীকে বহিষ্কার করলো স্কটিশ লেবার পার্টি

বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরীকে বহিষ্কার করলো স্কটিশ লেবার পার্টি

খেলাপি ঋণে পথে বসতে যাচ্ছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানও

আর্থিক খাতে হরিলুট খেলাপি ঋণে পথে বসতে যাচ্ছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানও

গাজা শান্তি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর ওপর চাপ দেবেন ট্রাম্প

গাজা শান্তি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর ওপর চাপ দেবেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App