×

ঢাকা

ভাঙ্গায় উপজেলা পরিষদ-থানায় হামলা, অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ পিএম

ভাঙ্গায় উপজেলা পরিষদ-থানায় হামলা, অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ

ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ, থানা ও বিভিন্ন স্থাপনায় হামলা-ভাঙচুর চালিয়েছে। এ সময় উপজেলা অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগও করা হয়। বর্তমানে বিক্ষোভকারীরা ভাঙ্গা গোল চত্বরসহ আশপাশের এলাকায় অবস্থান করছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আলগী ইউনিয়নের সোয়াদী এলাকা থেকে বিক্ষোভকারীদের মিছিল ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে গোলচত্বর এলাকায় পৌঁছায়। সেখানে তারা সাংবাদিকদের ভিডিও ও ছবি তুলতে বাধা দেন।

আইনশৃঙ্খলা বাহিনী সড়ক থেকে বিক্ষোভকারীদের সরাতে চেষ্টা চালায়। তবে জনতার ধাওয়া খেয়ে পুলিশ সদস্যরা মডেল মসজিদে আশ্রয় নেন। এরপর বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ ও ভাঙ্গা থানায় হামলা করে ভাঙচুর চালায় এবং উপজেলা অফিসার্স ক্লাবে আগুন দেয়।

আরো পড়ুন : সীমানা পূর্ণবহালের দাবিতে পাবনায় সকাল সন্ধ্যা হরতাল

এ সময় ভাঙ্গার বিভিন্ন এলাকা থেকে জনস্রোত উপজেলা সদরের দিকে আসতে থাকে। কেউ হেঁটে, কেউ ভ্যান-নসিমন বা মোটরসাইকেলযোগে সেখানে জড়ো হন। দুটি মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

সর্বশেষ পরিস্থিতি জানতে ভাঙ্গা সার্কেল অফিসার, থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি। তবে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালমান শাহ হত্যার বিচারের দাবিতে যা বললেন ভক্তরা

সালমান শাহ হত্যার বিচারের দাবিতে যা বললেন ভক্তরা

দেশের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন : প্রধান উপদেষ্টা

দেশের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন : প্রধান উপদেষ্টা

কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের প্রধান উৎস পাবনা মানসিক হাসপাতাল

কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের প্রধান উৎস পাবনা মানসিক হাসপাতাল

হত্যাকারীকে গ্রেপ্তার না করলে জনগণই বিচার করবে, হুঁশিয়ারি সালমান শাহ ভক্তদের

হত্যাকারীকে গ্রেপ্তার না করলে জনগণই বিচার করবে, হুঁশিয়ারি সালমান শাহ ভক্তদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App