×

অর্থনীতি

ভারতীয় ভিসায় কড়াকড়ি, বন্ধ বহু ফ্লাইট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০ পিএম

ভারতীয় ভিসায় কড়াকড়ি, বন্ধ বহু ফ্লাইট

ছবি: সংগৃহীত

   

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। সেই সঙ্গে বাংলাদেশে ভিসা বন্ধ করে দেয় ভারত। পরে সীমিত পরিসরে এই সংক্রান্ত কার্যক্রম চালু হয়। এতে ব্যাপক যাত্রী-সংকটে পড়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে কার্যক্রম পরিচালনা করা দেশি-বিদেশি এয়ারলাইনস।

উদ্ভূত পরিস্থিতিতে ফ্লাইটের সংখ্যা কমিয়ে দিয়েছে কয়েকটি এয়ারলাইনস। আবার কোনোটি ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি নতুন করে কার্যক্রম চালুর পূর্বঘোষণা থেকে সরে এসেছে কোনো কোনো এয়ারলাইনস। 

বাংলাদেশি এয়ারলাইনসগুলোর মধ্যে বিমান বাংলাদেশ, ইউএস-বাংলা এবং নভোএয়ার ভারতের বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করছে। আর ভারতীয় এয়ারলাইনসগুলোর মধ্যে ভিস্তারা, এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো বাংলাদেশের সঙ্গে ফ্লাইট পরিচালনা করে। এসব এয়ারলাইনস মূলত ঢাকা, চট্টগ্রাম, কলকাতা, দিল্লি, চেন্নাই ও মুম্বাই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছিল। সম্প্রতি যাত্রী-খরা দেখায় এসব রুটে ফ্লাইট কমাতে শুরু করেছে প্রতিটি এয়ারলাইনস।

চলতি সেপ্টেম্বর থেকেই ঢাকা থেকে সরাসরি কলকাতা ও চেন্নাই রুটের ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। বাজেট ক্যারিয়ার হওয়ায় অন্যান্য এয়ারলাইনসের চেয়ে ২৫ শতাংশ কম ভাড়ায় যাত্রী পরিবহনের ঘোষণা দিয়েছিল তারা। তবে যাত্রী না থাকায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এয়ারলাইনসটি। 

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) মাস ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন বলেন, ভারতীয় ভিসা পাওয়ার বিষয়টি স্বাভাবিক হলে ভবিষ্যতে কার্যক্রম শুরু করা হবে। 

১৬ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটের ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নভোএয়ার। কিছুদিন আগেও এ রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করতো এয়ারলাইনসটি। যাত্রী কমায় বর্তমানে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করছে তারা। এটিআর ৭২-৫০০ উড়োজাহাজ দিয়ে পরিচালিত ফ্লাইটগুলোর আসন সক্ষমতা ৭০ জন। তবে ফাঁকা থাকছে অর্ধেকের বেশি আসন। 

নভোএয়ারের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান মেজবাউল ইসলাম জানান, যাত্রীর সংখ্যা বাড়া সাপেক্ষে ভবিষ্যতে রুটটি পুনরায় চালু করা হবে। 

রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে কলকাতা, চেন্নাই ও দিল্লি রুটে ফ্লাইট রয়েছে। এয়ারলাইনসটির সূত্র জানায়, এসব রুটে সক্ষমতার তুলনায় মাত্র ৪০ থেকে ৪৮ শতাংশ যাত্রী পাওয়া যাচ্ছে। এ অবস্থায় ঢাকা-কলকাতা রুটের সাপ্তাহিক ফ্লাইট ১৪টি থেকে কমিয়ে ৭টিতে নামিয়ে আনা হয়েছে। কমানো হয়েছে চেন্নাই ও দিল্লি রুটের ফ্লাইটও। আগে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট থাকলেও বর্তমানে চলছে ১টি। একইভাবে ঢাকা-চেন্নাই রুটেও সাপ্তাহিক ৩টি ফ্লাইটের পরিবর্তে বর্তমানে পরিচালিত হচ্ছে ১টি। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, কোনো ক্ষেত্রে ঢাকা থেকে ভারতগামী ফ্লাইটগুলোতে অর্ধেক যাত্রী মিলছে। সেই তুলনায় ভারত থেকে ফিরে আসা ফ্লাইটগুলোতে বেশি যাত্রী পাওয়া যাচ্ছে। 

যাত্রী-সংকটে ভুগছে বেসরকারি সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসও। প্রতি সপ্তাহে কলকাতার উদ্দেশে ঢাকা থেকে ১৪টি এবং চট্টগ্রাম থেকে ৭টি মিলে মোট ২১টি ফ্লাইট পরিচালনা করছিল। বর্তমানে মাত্র ৬টি ফ্লাইট চালু আছে। এছাড়া ঢাকা-চেন্নাই রুটে চলা সাপ্তাহিক ১১টি ফ্লাইটের মধ্যে বর্তমানে চলছে কেবল ৫টি। 

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, ঢাকা থেকে ভারতের বিভিন্ন রুটে যাত্রী কমতে শুরু করে গত জুলাই থেকেই। বর্তমানে চালু থাকা ফ্লাইটগুলোতে যে যাত্রী পাওয়া যাচ্ছে, তাতে এয়ারলাইনসগুলোর পরিচালন ব্যয় উঠছে না। 

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভারতীয় ভিসা সেন্টারগুলো বর্তমানে সীমিত পরিসরে ভিসা ইস্যু করলেও নিয়মিত যাওয়া-আসা করেন এমন অনেক যাত্রীর কাছেই পূর্বে থেকে নেওয়া দীর্ঘ মেয়াদের মাল্টিপল ভিসা রয়েছে। তবে সাম্প্রতিক ইস্যুতে বিমানবন্দরে হয়রানি কিংবা আটকের ভয়েও অনেকে ভারত ভ্রমণে নিরুৎসাহিত হচ্ছেন। 

সম্প্রতি মেডিকেল ও শিক্ষার্থীদের জন্য সীমিত পরিসরে ভিসা কার্যক্রম শুরু করেছে ভারত সরকার। তবে ভ্রমণ বা অন্য কাজের ভিসা মিলছে না। ফলে ভারতগামী যাত্রী নেই বললেই চলে। যার নেতিবাচক প্রভাব পড়েছে এয়ারলাইনসগুলোর ব্যবসায়।

সাম্প্রতিক প্রেক্ষাপটে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমানবন্দরে প্রবেশের পর বোর্ডিং পাস সংগ্রহ, ইমিগ্রেশন- এমনকি বোর্ডিং গেটেও যাত্রীদের তথ্য ও পরিচয় অধিকতর যাচাই-বাছাই করা হচ্ছে। পেশাজীবীদের নিজ নিজ প্রতিষ্ঠানের এনওসি (অনাপত্তিপত্র) দেখাতে হচ্ছে। ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত যাত্রীদেরও একই পথে হাঁটতে হচ্ছে। এই বিব্রতকর পরিস্থিতি এড়াতেও কমছে ভারতমুখী যাত্রী।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App