×

অর্থনীতি

মেট্রোরেলের দৈনিক আয়ের হিসাব দিলো ডিএমটিসিএল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৯:৫৫ পিএম

মেট্রোরেলের দৈনিক আয়ের হিসাব দিলো ডিএমটিসিএল

সেপ্টেম্বর মাসে মেট্রোরেলের আয়ের হিসাব জানিয়েছে ডিএমটিসিএল। ছবি : সংগৃহীত

   

মেট্রোরেলে সেপ্টেম্বর মাসে দৈনিক আয় হয়েছে ১ কোটি ১২ লাখ টাকার বেশি। সোমবার (১৪ অক্টোবর) দিয়াবাড়িতে ডিএমটিসিএলের প্রশাসনিক ভবনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ।

তিনি বলেন, সেপ্টেম্বরে মেট্রোরেলের দৈনিক আয় ১ কোটি ১২ লাখ টাকার বেশি। আর অক্টোবরের প্রথম ১২ দিনে দৈনিক আয় ৮৬ লাখ টাকা।

ব্রিফিংয়ে চারদিনের ছুটির কারণে অক্টোবরে আয় কমেছে বলে দাবি করেন তিনি।

এছাড়া ঘরে বসেই যাতে মেট্রোরেলের যাত্রীরা এমআরটি পাস রিচার্জ করতে পারেন, সে বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ঘরে বসেই যাতে এমআরটি রিচার্জ (TopUp) করা যায়, সে জন্য অ্যাপ তৈরি হচ্ছে। খুব দ্রুতই চুক্তি হবে। বিষয়টি ফাইনাল স্টেজে আছে। আশাকরি, খুব শিগগিরই ভালো সংবাদ দিতে পারবো।

ব্রিফিংয়ে মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনটি চালু হচ্ছে বলেও জানানো হয়।

তিনি বলেন, ২ মাস ১৭ দিন পর মঙ্গলবার সকাল থেকে চালু হচ্ছে মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশনটি। তবে স্টেশনটি পুনরায় ব্যবহার-উপযোগী করতে কত ব্যয় হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি তিনি। ব্যয় কত হলো, সে প্রশ্ন এখনই করবেন না। এটা আমরা নিরূপণে কাজ করছি। 

আরো পড়ুন : ঘরে বসেই হবে এমআরটি পাস রিচার্জ

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App