×

অর্থনীতি

আজ থেকে শুরু আন্তর্জাতিক পর্যটন মেলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৮ পিএম

আজ থেকে শুরু আন্তর্জাতিক পর্যটন মেলা

ছবি: সংগৃহীত

ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫, দেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের হলরুমে শুরু হচ্ছে। বাংলাদেশ মনিটরের আয়োজনে তিন দিনব্যাপী এ মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

এবারের মেলায় দেশ-বিদেশের ৪৫টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, এর মধ্যে রয়েছে—জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর এবং আর্থিক প্রতিষ্ঠান। বিদেশি অংশগ্রহণকারীদের মধ্যে থাকছে জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান।

এবারের ট্রাভেল মার্টের টাইটেল স্পনসর হিসেবে রয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। আয়োজকরা জানিয়েছেন, মেলায় আগত দর্শনার্থীদের জন্য দেশি-বিদেশি এয়ারলাইনস আকর্ষণীয় ট্রাভেল প্যাকেজ ও বিমান টিকিটের ওপর বিশেষ মূল্যছাড় দেবে।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। জনপ্রতি প্রবেশ ফি নির্ধারিত হয়েছে ৫০ টাকা। দর্শনার্থীরা প্রবেশ টিকিটের মাধ্যমে র‍্যাফল ড্রয়ে অংশ নেওয়ার সুযোগ পাবেন, যেখানে আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি বিনামূল্যে বিমান টিকিট জেতার সুযোগ থাকছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খেলাপি কমিয়ে আনতে কিছুটা সময় লাগবে: অগ্রণী ব্যাংক চেয়ারম্যান

খেলাপি কমিয়ে আনতে কিছুটা সময় লাগবে: অগ্রণী ব্যাংক চেয়ারম্যান

মুরাদনগরে সেই নারীর ঘটনায় ৪ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

মুরাদনগরে সেই নারীর ঘটনায় ৪ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের জবাবে যা বলল হামাস

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের জবাবে যা বলল হামাস

দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুল ও পর্তুগিজ তারকা দিয়েগো জোটা

দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুল ও পর্তুগিজ তারকা দিয়েগো জোটা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App