×

অর্থনীতি

রাশিয়ার তেল কেনার শাস্তি, ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১০:৩৬ পিএম

রাশিয়ার তেল কেনার শাস্তি, ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়ালো ৫০ শতাংশে।

ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে বলা হয়েছে, এই আদেশ জারির ২১ দিন পর থেকে এটি কার্যকর হবে। এর আগেই ভারতের শুল্ক বাড়ানো হতে পারে বলে সতর্ক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তখন তিনি বলেছিলেন, ‘ইউক্রেনে রাশিয়ান অস্ত্রে কত মানুষ মারা যাচ্ছে তা ভারত আমলে নিচ্ছে না।

এরই মধ্যে গত ৩১ জুলাই ৯০টিরও বেশি দেশের ওপর নতুন শুল্কহার ঘোষণা করেছিন ট্রাম্প। তখন ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। পরে তিনি বলেছিলেন, আগামী শুক্রবার বা ৮ আগস্টের মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাশিয়া রাজি না হয়, তাহলে এই দেশের সঙ্গে এখনো বাণিজ্য করছে-এমন যেকোনো দেশের ওপর নতুন সেকেন্ডারি শুল্ক আরোপ করা হবে।

তেল ও গ্যাস রাশিয়ার সবচেয়ে বড় রপ্তানি খাত। চীন, ভারত ও তুরস্ক মস্কোর সবচেয়ে বড় ক্রেতা। এর আগে ভারতেও ওপর আরও শুল্ক চাপানোর হুমকি দিয়ে ট্রাম্প যা বলেছিলেন তা ভারতও প্রতিক্রিয়া দেখিয়েছিল। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ভারতকে যে নিশানা করছে, অথচ তারা নিজেরাই তো রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালাচ্ছে বলে উল্লেখ করেছে দিল্লি। 

তারা বলেছে, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ভারতকে নিশানা করছে। বর্তমানে রাশিয়ার খনিজ তেলের সব থেকে বড় আমদানিকারক দেশ ভারত। রাশিয়া ২০২২ সালে ইউক্রেনের ওপরে আক্রমণ করার পর থেকে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্য কমিয়ে দিয়েছে। তবে সেই সময় থেকেই রাশিয়ার কাছে ভারত একটা বড় বাজার হয়ে উঠেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত বছর কড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে ৩৫০ কোটি ডলারের বাণিজ্য চালিয়েছে। ভারত স্পষ্ট করে দিয়েছে, যেকোনো বৃহৎ অর্থনীতির মতোই নিজেদের জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষা করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে দিল্লি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফল খাওয়ার পর পানি পান করলে কী হয়?

ফল খাওয়ার পর পানি পান করলে কী হয়?

দেবের সঙ্গে শুভশ্রী, রাজকে খোঁচা সাবেক স্ত্রীর

দেবের সঙ্গে শুভশ্রী, রাজকে খোঁচা সাবেক স্ত্রীর

রাজাকারদের ছবি প্রদর্শনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের বিবৃতি

রাজাকারদের ছবি প্রদর্শনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের বিবৃতি

রাশিয়ার তেল কেনার শাস্তি, ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

রাশিয়ার তেল কেনার শাস্তি, ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App