নৌ মন্ত্রণালয়ে রাজস্ব আয় ৬৫৭৬ কোটি টাকা: ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন । ফাইল ছবি
নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে গত এক বছরে রাজস্ব আয় হয়েছে ৬ হাজার ৫৭৬ কোটি টাকা। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন, গত ১৫ বছরে মন্ত্রণালয়কে যেভাবে রেখে গিয়েছিল অতীতের সরকার সেখানে মন্ত্রণালয়ের অগ্রগতি ছিল মাত্র ৯ পার্সেন্ট। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এই মন্ত্রণালয়ের কার্যক্রমে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সাফল্য এসেছে প্রায় ৯০ পার্সেন্ট।
মন্ত্রণালয়ের এই সাফল্য আনার পেছনে যারা কঠোর পরিশ্রম করে গেছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি। নৌ পরিবহন উপদেষ্টা বলেন, অতীতের সরকার অনেক ইউজ লেস প্রকল্প নিয়েছিল। তার কয়েকটি বাতিল করা হয়েছে।
ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম মোংলা ও পায়রা বন্দরসহ বিভিন্ন সংস্থায় এই মন্ত্রণালয়ের অধীনে হাজারের অধিক নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পাশাপাশি নৌ পরিবহন অধিদপ্তরের মাধ্যমে প্রায় ১০ হাজার নাবিকের সাইন অন সম্পন্ন হয়েছে। নৌ পরিবহন খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ, অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তার এসময় উপস্থিত ছিলেন।