×

অর্থনীতি

জিডিপি প্রবৃদ্ধি নিয়ে সুখবর দিলো বিশ্বব্যাংক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০১:৪১ পিএম

জিডিপি প্রবৃদ্ধি নিয়ে সুখবর দিলো বিশ্বব্যাংক

ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে সময়োপযোগী ও কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি বলে মনে করছে বিশ্বব্যাংক। ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। ২০২৬-২৭ অর্থবছরে এই প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ৩ শতাংশে পৌঁছাতে পারে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির ঢাকা অফিসে প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথমার্ধের অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে বাংলাদেশের অর্থনীতি দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়েছে। রপ্তানি আয়, রেমিট্যান্স প্রবাহ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির ফলে অর্থনীতিতে ইতিবাচক গতি ফিরেছে।

আরো পড়ুন : দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

তবে বিশ্বব্যাংক সতর্ক করে বলেছে, স্থায়ী প্রবৃদ্ধি ও কর্মসংস্থান (বিশেষ করে নারী ও তরুণদের জন্য) নিশ্চিত করতে হলে সময়োপযোগী সংস্কার অত্যন্ত জরুরি। বাজারভিত্তিক বিনিময় হার চালু হলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখনো চাপের মধ্যে রয়েছে। খাদ্য ও জ্বালানির মূল্যস্ফীতি কিছুটা কমলেও রাজস্ব ঘাটতি এবং আর্থিক দুর্বলতা রয়ে গেছে।

প্রতিবেদনে আরো বলা হয়, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে দেশে দারিদ্র্যের হার বেড়েছে এবং শ্রমশক্তিতে অংশগ্রহণ কমে ৬৯ শতাংশ থেকে ৫৮ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে। নতুন কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে প্রায় ২৪ লাখ নারী শ্রমবাজারের বাইরে রয়েছেন।

বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম বলেন, বাংলাদেশের অর্থনীতি দৃঢ়তা দেখিয়েছে, কিন্তু এই স্থিতিশীলতা ধরে রাখতে সংস্কার অপরিহার্য। রাজস্ব বৃদ্ধি, জ্বালানি ভর্তুকি হ্রাস, নগরায়ন এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নসহ আরও বেশি ও ভালো কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাবলা হত্যার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

বাবলা হত্যার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

সরকারি সফরে পাবনায় গেলেন রাষ্ট্রপতি

সরকারি সফরে পাবনায় গেলেন রাষ্ট্রপতি

বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত : রাজনাথ সিং

বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত : রাজনাথ সিং

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App